গেমারদের মন জয় করতে আসছে iQOO Neo 10 সিরিজ, থাকবে প্রিমিয়াম ফোনের Q2 চিপ
আইকো নিও ১০ প্রো স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার এটি ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।
আইকো শীঘ্রই ভারত সহ গ্লোবাল মার্কেটে আইকো ১৩ ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলেছে। এর পাশাপাশি সংস্থাটি চীনে তাদের মিড রেঞ্জ স্মার্টফোন সিরিজ iQOO Neo 10 লঞ্চের প্রস্তুতি শুরু করেছে। যদিও এখনও সঠিক লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে এই সিরিজের ফোনের যে বৈশিষ্ট্যগুলি টিজ করা হচ্ছে তা দেখে গেমারদের উত্তেজনা বাড়তে বাধ্য। কেন বলছি এমন কথা? আসুন আইকো নিও ১০ এর নতুন টিজার সম্পর্কে জেনে নেওয়া যাক।
iQOO Neo 10 সিরিজে থাকবে আইকো ১৩ এর সুপারকম্পিউটিং চিপ কিউ২
আইকো নিও-র প্রোডাক্ট ম্যানেজার সম্প্রতি নিশ্চিত করেছেন যে, তাদের নতুন স্মার্টফোন সিরিজে সংস্থার নিজস্ব গেমিং চিপ থাকবে। যদিও তিনি চিপের নাম বলেননি, কিন্তু পোস্টে তিনি চিপটি 'ডুয়েল কোর পারফরম্যান্স' সহ আসবে বলে জানিয়েছেন। ফলে বুঝে নিতে অসুবিধা হয় না যে এটি আইকো ১৩ এর সুপারকম্পিউটিং চিপ কিউ২ হবে। এরফলে গেম রেন্ডারিং রেজোলিউশন যেমন আপস্কেল করা যাবে তেমনি ১৪৪এফপিএস পর্যন্ত পাওয়া যাবে। ফলে নতুন নতুন গেমগুলির আসল মজা নেওয়া যাবে।
এছাড়া আশা করা হচ্ছে আইকো নিও ১০ সিরিজের বেস মডেলে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। যেখানে আইকো নিও ১০ প্রো ডিভাইসে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর। উভয় ফোন সম্প্রতি চীনের থ্রিসি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছিল। জানা গেছে এগুলিতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ বলা যায়, নতুন সিরিজ আইকো নিও ৯ এর যোগ্য উত্তরসূরি হিসেবে আসতে চলেছে।
আইকো নিও ১০ প্রো এর অন্যান্য স্পেসিফিকেশন ও ফিচার
রিপোর্ট অনুযায়ী, আইকো নিও ১০ প্রো স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার এটি ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। ডিভাইসটির সামনে ৬.৭৮ ইঞ্চি ফ্লাট ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে ১.৫ কে রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
এছাড়া আইকো নিও ১০ প্রো অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। এতে একটি ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকলেও থাকতে পারে। ফোনটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ লঞ্চ হবে।
আইকো নিও ১০ প্রো স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার এটি ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।