Smartphone: 108MP ক্যামেরা ও 5800mah ব্যাটারির এই দুর্দান্ত ফোন মিলছে 7,000 টাকা সস্তায়
অনর গত বছরের শেষের দিকে Honor 90-এর সাথে দীর্ঘ তিন বছরের বিরতির পর পুনরায় ভারতের বাজারে প্রবেশ করেছে। এর পর ব্র্যান্ডটি...অনর গত বছরের শেষের দিকে Honor 90-এর সাথে দীর্ঘ তিন বছরের বিরতির পর পুনরায় ভারতের বাজারে প্রবেশ করেছে। এর পর ব্র্যান্ডটি Honor X9b 5G মডেলটিও এদেশে উন্মোচন করেছে। এই স্মার্টফোনটি মূলত কোনও ব্যাঙ্ক ডিসকাউন্ট ছাড়াই 25,999 টাকা দামে ভারতে বিক্রি হচ্ছিল। কিন্তু এখন, ক্রেতারা এটিকে আরও সস্তায় পেতে পারেন। এমনকি ব্যাঙ্ক অফার যুক্ত করলে Honor X9b 5G 22,999 টাকারও কমে কেনা যাবে। আসুন তাহলে এই অনর ফোনটির দামের ওপর ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারাসর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ভারতের বাজারে Honor X9b 5G পাওয়া যাচ্ছে আরও সস্তায়
25,999 টাকা দামের অনর এক্স9বি এবার 24,999 টাকায় অফার করা হচ্ছে। শুধু তাই নয় যদি এর সাথে ক্রেতারা ব্যাঙ্ক অফারগুলি অন্তর্ভুক্ত করেন, তাহলে 22,999 টাকা দামে স্মার্টফোনটি হস্তগত করতে পারবেন৷ অ্যামাজন (Amazon India) একটি পোস্টার শেয়ার করে এটি নিশ্চিত করেছে। অফারটি এক্স9বি-এর 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ মডেলটির জন্য প্রযোজ্য।
এছাড়াও, অনর তাদের সমস্ত স্মার্টফোনে 4000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে। ডিসকাউন্ট ছাড়াও, ভায়োলেট এইচটেক 30 ওয়াটের চার্জারটি 699 টাকায় পাওয়া যাচ্ছে। নির্দিষ্ট ক্রেডিট এবং ডেবিট কার্ডের সাথে নো কস্ট ইএমআই (EMI)-এর সুবিধাও মিলবে। অর্থাৎ সমস্ত সুযোগ-সুবিধা ধরে ফোনটি 18,999 টাকায় কেনা যেতে পারে।
Honor X9b-এর স্পেসিফিকেশন
Honor X9b ফোনটিতে 6.78 ইঞ্চির পাঞ্চ-হোল কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা 2,652 x 1,200 পিক্সেলের রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,920 হার্টজ পিডাব্লিউএম ডিমিং এবং 1,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই 10-বিট প্যানেল 429পিপিআই পিক্সেল ডেনসিটি, 1.5K রেজোলিউশন অফার করে। Honor X9b ফোনটি Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসরের সাথে এসেছে, যা এলপিডিডিআর4এক্স র্যাম এবং ইউএফএস 3.1 স্টোরেজের সাথে যুক্ত।
ফটোগ্রাফির জন্য, Honor X9b-এ 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা মডিউল রয়েছে৷ আর সেলফি তোলার জন্য, ফোনটি সামনে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যায়। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X9b-এ 5,800 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা 35 ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।