মাত্র 8999 টাকায় 5G ফোন থেকে 40 হাজারের কমে iPhone! দেখে নিন Amazon Sale-এর সেরা 1 ডজন অফার

আগামী ৮ই অক্টোবর অর্থাৎ সামনের সপ্তাহ থেকে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India-য় Amazon Great Indian Festival সেল শুরু হবে। আর এই ফেস্টিভ সেলে যে প্রচুর…

আগামী ৮ই অক্টোবর অর্থাৎ সামনের সপ্তাহ থেকে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India-য় Amazon Great Indian Festival সেল শুরু হবে। আর এই ফেস্টিভ সেলে যে প্রচুর স্পেশাল অফার পাওয়া যাবে তা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। সেক্ষেত্রে আপনার যদি এই সময়ে নতুন ফোন কেনার থাকে, কিন্তু প্রায় সমস্ত ধরণের ফোনে দুর্দান্ত ছাড় উপলব্ধ হওয়ার কারণে আপনি কোন মডেলটি ছেড়ে কোনটি কিনবেন তা সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন, তাহলে আপনার জন্যই এই প্রতিবেদন। এখানে আমরা Amazon Great Indian Festival সেলের ১০টিরও বেশি সেরা স্মার্টফোন অফার সম্পর্কে কথা বলব, যা থেকে আপনি বিভ্রান্তি এড়াতে তো পারবেনই, পাশাপাশি নিজের জন্য সঠিক বিকল্পটি বেছে নিতেও পারবেন।

স্মার্টফোনে এই সেরার সেরা অফার মিলবে Amazon Sale-এ

১. Motorola Razr 40 Ultra 5G: আগামী সপ্তাহে প্রিমিয়াম ফিচারের এই ফোল্ডেবল স্মার্টফোন কেনার জন্য ব্যয় করতে হবে ৭২,৯৯৯ টাকায়।

২. Apple iPhone 13: অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই আইফোনটি ৩৯,৯৯৯ টাকায় (ব্যাঙ্ক ডিসকাউন্টসহ) কেনা যাবে।

৩. OnePlus 11R 5G: ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত এই ফোনের দাম পড়বে ৩৪,৯৯৯ টাকা।

৪. Honor 90 5G: স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর চালিত এই নতুন ফোনটি সেলে ২৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

৫. iQOO Z7 Pro 5G: সেল চলাকালীন ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের এই ফোন কিনতে ২১,৪৯৯ টাকা খরচ হবে।

৬. Lava Agni 2 5G: দেশীয় ৫জি ফোন কিনতে চাইলে এটি ভালো বিকল্প, দাম পড়বে ১৭,৯৯৯ টাকা। এর প্রি-বুকিং শুরু হবে আগামীকাল অর্থাৎ ৪ই অক্টোবর থেকে।

৭. OnePlus Nord CE 3 Lite 5G: ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত এই ফোনটিও সেলে ১৭,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাবেন।

৮. Samsung Galaxy M34 5G: অ্যামাজন সেলে ৬,০০০ এমএএইচের বিশাল ব্যাটারিযুক্ত এই ফোনের দাম পড়বে ১৪,৯৯৯ টাকা।

৯. Redmi Note 12 5G: নেক্সট জেনারেশন ডিজাইন বিশিষ্ট এই ফোনটি সেলে ১০,৮০০ টাকায় কেনা যাবে এবং এর ৬ জিবি ভ্যারিয়েন্টের প্রি-বুকিং আগামী ৬ই অক্টোবর থেকে শুরু হবে।

১০. itel P55 5G: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও আরও নানা ফিচার ঠাসা এই বাজেট ফোনটি অ্যামাজনে ৮,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

১১. Realme Narzo N53: ৫,০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনটি ৭,৯৯৯ টাকায় কেনার সুযোগ দেবে অ্যামাজন।

১২. Redmi 12c: বাজেট ফোন কিনতে চাইলে এটি ৭,২৯৯ টাকায় বেছে নেওয়া যেতে পারে।