এখন 10 হাজার টাকা বাজেটে কেনা যাবে 200MP ক্যামেরার এই Honor ফোন, কোথায় পাবেন অফার?
স্মার্টফোন যেমন এখন জনমানসের জীবনের অন্যতম বড় একটি অংশ হয়ে দাঁড়িয়েছে, তেমনই প্রচুর মানুষের নেশা হয়ে দাঁড়িয়েছে মোবাইল...স্মার্টফোন যেমন এখন জনমানসের জীবনের অন্যতম বড় একটি অংশ হয়ে দাঁড়িয়েছে, তেমনই প্রচুর মানুষের নেশা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফটোগ্রাফি। যেকোনো মুহূর্তকে স্মৃতি হিসেবে বন্দী করতে বা অন্যের সাথে শেয়ার করে নিতে সকলেই কমবেশি স্মার্টফোনে ক্লিক করছেন। এদিকে সামনেই উৎসবের মরসুম, তাই এইসময় ভালো ভালো ছবি তোলার প্রবণতা আরও বাড়বে। সেক্ষেত্রে আপনি যদি এবারের পুজোর আগে ফটোগ্রাফির জন্য একটি নতুন 5G ফোন কিনতে চান, তবে বাজারে সম্প্রতি লঞ্চ হওয়া Honor 90 5G মডেলটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আসলে ২০০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত এই ফোনটি বর্তমানে বাম্পার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ফ্ল্যাট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস ইত্যাদি কাজে লাগিয়ে আপনি ১০,০০০ টাকার কম দামে এটি হাতে পেয়ে যাবেন। উল্লেখ্য, জনপ্রিয় চীনা ব্র্যান্ড Honor প্রায় তিন বছর পর Honor 90 5G-র হাত ধরে ভারতীয় বাজারে প্রত্যাবর্তন করেছে। স্মার্টফোনটিতে স্টাইলিশ লুক এবং অনেক আকর্ষণীয় ফিচার আছে। চলুন, Honor 90 5G-তে উপলব্ধ অফার এবং এর ফিচারসমূহ এক নজরে দেখে নেওয়া যাক…
Amazon-এর অফার, ১০ হাজারের কমে কিনুন Honor 90 5G
অনর ৯০ ৫জি স্মার্টফোনের ৮ জিবি ও ২৫৬ জিবির বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) এমনিতে ৪৭,৯৯৯ টাকা, তবে অ্যামাজন এখন এটিকে ৩৭,৯৯৯ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত করেছে। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ৩,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ এক্ষেত্রে ফোনটির দাম পড়বে ৩৪,৯৯৯ টাকা।
এখানেই শেষ নয়, আপনি যদি পুরোনো ফোনের বদলে এই মিড রেঞ্জার অনর স্মার্টফোনটি কেনেন তাহলে ৩৬,০৯৯ টাকা পর্যন্ত অবিশ্বাস্য ছাড় এক্সচেঞ্জ বোনাস হিসেবে পাওয়া যাবে। মানে, কোনোভাবে সমস্ত অফার কাজে লাগানো গেলে ১০ হাজার টাকারও কমে এই ফোন কেনা যাবে।
Honor 90 5G-এর মূল স্পেসিফিকেশন
অনর ৯০ ৫জি স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৬০০ নিটস পিক ব্রাইটনেস ও 1.5K রেজোলিউশনযুক্ত ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর, যার সাথে মিলবে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি। সবচেয়ে বড় ব্যাপার হল, ফটোগ্রাফির জন্য এই ফোনটি ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার সেটআপ এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। সুতরাং, ফোনটি কিনলে প্রচুর ফিচার যে আঙুলের ডগায় পাবেন তাতে সন্দেহ নেই!