বছর শেষে ধামাকা সেল, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Motorola ফোনের দাম হু হু করে কমলো

Motorola Edge 50 Fusion সেলে 12 জিবি র‌্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ডিসকাউন্টের পর রাখা হয়েছে 24,999 টাকা। 13 ডিসেম্বর পর্যন্ত চলা এই সেলে এর উপর আরও 2 হাজার টাকা পর্যন্ত ছাড়ে দেওয়া হচ্ছে।

Suman Patra 8 Dec 2024 9:41 AM IST

আপনি যদি 25,000 টাকার মধ্যে সেরা ডিসপ্লে, স্ন্যাপড্রাগন প্রসেসর ও 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ একটি দুর্দান্ত ফোন কিনতে চান তবে Motorola Edge 50 Fusion বেছে নিতে পারেন। এই ডিভাইসটি চলমান ফ্লিপকার্ট এন্ড অফ সিজন সেলে বাম্পার ছাড়ে পাওয়া যাচ্ছে। সেলে এর 12 জিবি র‌্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ডিসকাউন্টের পর রাখা হয়েছে 24,999 টাকা। 13 ডিসেম্বর পর্যন্ত চলা এই সেলে এর উপর আরও 2 হাজার টাকা পর্যন্ত ছাড়ে দেওয়া হচ্ছে।

এই ছাড় পেতে অ্যাক্সিস বা আইডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্টে 5% ক্যাশব্যাক মিলবে। এক্সচেঞ্জ অফারে আপনি এই ফোনের দাম 23,200 টাকা পর্যন্ত কমাতে পারেন। মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Motorola Edge 50 Fusion এর ফিচার এবং স্পেসিফিকেশন

দুর্দান্ত ডিসপ্লে: মোটোরোলার এই ডিভাইসে আছে 144Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি ফুল এইচডি + পোলেড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল 1600 নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে।

শক্তিশালী প্রসেসর: মোটোরোলার এই ফোনে আছে 12 জিবি পর্যন্ত র‌্যাম এবং 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 7S Gen 2 চিপসেট দেওয়া হয়েছে।

দুর্দান্ত ক্যামেরা: ফটোগ্রাফির জন্য কোম্পানি এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে। এতে রয়েছে 50মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনে দেওয়া আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ম্যাক্রো ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন।

ঝাক্কাস সেলফি ক্যামেরা: এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে, যা খুব ভালো সেলফি তুলে দেবে।

লং লাস্টিং ব্যাটারি: এই হ্যান্ডসেটটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story