দাম শুরু মাত্র ১৩৫০০ টাকা থেকে, ৪০ ইঞ্চি স্ক্রিনের Smart TV-গুলি আজই বাড়ি আনুন
দেওয়াল জুড়ে থাকা স্মার্ট টিভি কেনার শখ প্রায় কম-বেশি প্রত্যেকেরই থাকে। কিন্তু, টেলিভিশনের ফিচার ও ডিসপ্লে সাইজ যত অধিক...দেওয়াল জুড়ে থাকা স্মার্ট টিভি কেনার শখ প্রায় কম-বেশি প্রত্যেকেরই থাকে। কিন্তু, টেলিভিশনের ফিচার ও ডিসপ্লে সাইজ যত অধিক হবে, দামের অংকও ততই বাড়বে। ফলে, সকলের জন্য দামি 'বিগ স্ক্রিন' টিভি কেনা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু, জানিয়ে রাখি ভারতের বাজারে এমন অনেক বড় ডিসপ্লে যুক্ত টিভি মডেল বিদ্যমান আছে, যেগুলিকে অতিশয় কম দামে লঞ্চ করা হয়েছে। সেক্ষেত্রে, আজ আমরা এই প্রতিবেদনে এমন ৩টি স্মার্ট টেলিভিশনের খোঁজ দেব, যেগুলিতে ৪০ ইঞ্চির HD Ready থেকে 4K UHD রেজোলিউশন পর্যন্ত ডিসপ্লে প্যানেল, অ্যান্ড্রয়েড ভিত্তিক ওএস এবং ওটিটি অ্যাপের অ্যাক্সেস সহ একাধিক স্মার্ট ফিচার উপলব্ধ থাকবে। সর্বোপরি, উল্লেখিত মডেলগুলিকে আপনারা সর্বনিম্ন ১৩,৫০০ টাকা খরচ করে কিনে নিতে পারবেন। আর আগ্রহীদের জানিয়ে দিই, ই-কমার্স সাইট Amazon এবং Flipkart এর মাধ্যমে তারা নিজেদের পছন্দের স্মার্ট টিভি খরিদ করতে পারবেন।
১৩,৫০০ টাকা থেকে শুরু ৪০ ইঞ্চি ডিসপ্লের স্মার্ট টিভির তালিকা
Westinghouse Full HD Smart LED TV: ১৮,৪৯৯ টাকা (২৯% ডিসকাউন্ট)
ওয়েস্টিংহাউসের এই স্মার্টটিভিতে একটি ৪০ ইঞ্চির ফুল এইচডি (১৯২০x১০৮০ পিক্সেল) IPS গ্রেড DLED ডিসপ্লে প্যানেল আছে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং ভিউয়িং অ্যাঙ্গেল ১৭৮-ডিগ্রি। অ্যান্ড্রয়েড ৯.০ পাই ওএস চালিত এই মডেলে গুগল ভয়েস অ্যাসিটেন্ট এবং ডিসপ্লে মিররিংয়ের মতো স্মার্ট ফিচার বিদ্যমান। দুর্দান্ত ও ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড সরবরাহের জন্য এতে ২৪ ওয়াটের আউটপুট সমেত অডিও সিস্টেম আছে। এতে ইউজাররা, ইউটিউব, প্রাইম ভিডিও, হটস্টার, জি৫, সনিলিভ সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেস করতে পারবেন। আর, টিভিটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, ৩টি এইচডিএমআই পোর্ট এবং ২টি ইউএসবি পোর্ট।
eAirtec 102 cms (40 inches) HD Ready Smart LED TV : ১৩,৫০০ টাকা (৩২% ডিসকাউন্ট)
ইএয়ারটেক ব্র্যান্ডের এই স্মার্টটিভিতে প্রিমিয়াম ফিনিশ ডিজাইন দেখা যাবে। এতে, ১৭৮-ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৪০ ইঞ্চির এইচডি রেডি (১২৬৬x৭৬৮ পিক্সেল) A+ গ্রেড IPS ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ভিত্তিক মাল্টি ওএস ভার্সন দ্বারা চালিত। অডিও ফ্রন্টের কথা বললে, উক্ত মডেলে, ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড টেকনোলজি সমর্থিত ২টি স্পিকার আছে, যা মোট ২০ওয়াট আউটপুট অফার করে। এতে, প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, ফেসবুক এবং ইউটিউবের মতো একাধিক জনপ্রিয় অ্যাপ প্রি-ইনস্টল থাকছে। আর কানেক্টিভিটির জন্য এই স্মার্টটিভিতে, ইন-বিল্ট ওয়াই-ফাই, ১টি এইচডিএমআই পোর্ট এবং ১টি ৩.৫ মিমি হেডফোন জ্যাক পোর্ট সামিল আছে।
Mi 100 cm (40 inches) Full HD Android LED TV : ২২,৯৯৯ টাকা (২৩% ডিসকাউন্ট)
এমআই এর এই বেজেল-লেস স্মার্টটিভিতে, একটি ৪০ ইঞ্চির ফুল এইচডি (১৯২০x১০৮০ পিক্সেল) LED ডিসপ্লে প্যানেল দেখা যাবে। এই ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৭৮-ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল সাপোর্ট করবে। আর, উক্ত টিভি -তে থাকা ভিভিড পিকচার ইঞ্জিন বা VPE, ডিসপ্লে প্যানেলে দৃশ্যমান ছবি বা ভিডিওর ক্ষেত্রে প্রাণবন্ত রঙ এবং ডাইনামিক কনট্রাস্ট অফার করবে। উন্নত পারফরম্যান্স অফার করার জন্য এতে কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। কনটেন্ট সংরক্ষণ করার জন্য এই মডেলটি ১ জিবি র্যাম ও ৮ জিবি স্টোরেজ সহ এসেছে। অ্যান্ড্রয়েড টিভি ৯ অপারেটিং সিস্টেম চালিত এই টিভিতে ইন-বিল্ট ক্রোমকাস্ট, IMDb ইন্ট্রিগ্রেটেড প্যাচওয়াল ৪, ইউনিভার্সাল সার্চ এবং মিরাক্যাস্ট সাপোর্ট পাওয়া যাবে। এতে, প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, ডিজনি+হটস্টার, ইউটিউব, অ্যাপল টিভি সহ ৫,০০০টিরও বেশি অ্যাপ প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন আপনারা। কানেক্টিভিটির জন্য শাওমির এই স্মার্ট টেলিভিশনে, বিল্ট-ইন ওয়াই-ফাই, ৩টি এইচডিএমআই পোর্ট, ২টি ইউএসবি পোর্ট, এস/পিডিআইএফ পোর্ট এবং ৩.৫মিমি হেডফোন জ্যাক পোর্ট অন্তর্ভুক্ত।
Kodak 102 cm (40 Inches) Full HD Android LED TV : ১৬,৯৯৯ টাকা
কোডকের এই অ্যান্ড্রয়েড স্মার্টটিভিকে সুপিরিয়র স্লীক, স্লিম ও স্টাইলিশ ডিজাইনের সাথে নিয়ে আসা হয়েছে। এতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৪০ ইঞ্চির ফুল এইচডি (১৯২০x১০৮০ পিক্সেল) A+ গ্রেড ডিসপ্লে আছে। এই মডেলটি ২৪ ওয়াট সাউন্ড আউটপুট অফার করবে। অ্যান্ড্রয়েড টিভি অপারেটিং সিস্টেমের সাথে আসা এই স্মার্ট টেলিভিশনে ভয়েস সার্চ, গুগল প্লে, ক্রোমকাস্ট এবং একাধিক ওটিটি অ্যাপ অ্যাক্সেস করা যাবে। আর, কানেক্টিভিটির জন্য এতে ৩টি এইচডিএমআই পোর্ট এবং ২টি ইউএসবি পোর্ট বর্তমান।
iFFALCON 103 cm (40 inches) Full HD Smart LED TV : ১৯,৯৯৯ টাকা
উক্ত স্মার্টটিভিতে রয়েছে একটি ৪০ ইঞ্চির এইচডি রেডি (১৯২০x১০৮০ পিক্সেল) A+ গ্রেড ডিসপ্লে প্যানেল, যা ১৭৮-ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল, ৩২০ নিট পিক ব্রাইটনেস, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, ডায়নামিক কালার এনহ্যান্সমেন্ট, এইচডিআর ১০ এবং মাইক্রো ডিমিং টেকনোলজি সাপোর্ট করে। আবার, উন্নত পিকচার কোয়ালিটি অফার করার জন্য এতে এআই পিকচার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি ডিজিটাল নয়েজ ফিল্টার সহ এসেছে। অ্যান্ড্রয়েড ভিত্তিক ওএস চালিত এই টিভিতে ১.৫ জিবি র্যাম ও ৮ জিবি রম বর্তমান। অডিও ফ্রন্টের কথা বললে, উক্ত মডেলে ডলবি অডিও সমর্থিত স্পিকার সিস্টেম আছে, যা ২০ ওয়াট আউটপুট অফার করে। স্মার্ট ফিচার হিসাবে, এতে স্ক্রিন মিররিং ও ম্যাজি কানেক্ট পাওয়া যাবে। এছাড়া, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এবং ডিজনি+হটস্টার এর মতো একাধিক ওটিটি অ্যাপ প্রি-ইনস্টল থাকছে ডিভাইসে। পরিশেষে, কানেক্টিভিটির জন্য আইফ্যালকনের এই টেলিভিশনে রয়েছে, ইন-বিল্ট ওয়াই-ফাই, ২টি এইচডিএমআই পোর্ট, ১টি ইউএসবি পোর্ট এবং ১টি হেডফোন জ্যাক।