তিলে তিলে শেষ হচ্ছে আপনার স্মার্টফোন, এই ৫টি ভুল না করলে দীর্ঘদিন ভালো থাকবে
মোবাইল খারাপ হওয়ার পিছনে শুধু কোম্পানিকেই দুষলেই হবে না, তার সঙ্গে বদলাতে হবে চিন্তাভাবনা। ফোন ব্যবহারের ক্ষেত্রে সাধারণ ৫টি ভুল অনেকেই করে থাকেন। যা শুধরে নিলে দীর্ঘদিন চলবে সেই স্মার্টফোন।
ফোন ব্যবহার নিয়ে উদাসীন মনোভাব থাকলে সেটি বেশিদিন চালানো সম্ভব নয়। দাম দিয়ে কেনা একটি স্মার্টফোনের সঠিক মর্যাদা দেওয়া উচিত সকলের। বর্তমানে অনেকেই ফোন ব্যবহারের ক্ষেত্রে ৫ সাধারণ ভুল করে থাকেন। সবথেকে বড় কথা হল, অধিকাংশ মানুষ জানেন না তাদের অভ্যাসগুলি বাস্তবে সম্পূর্ণ ভুল। যার ফলে তিলে তিলে শেষ হতে থাকে ডিভাইসটি। এই ভুলগুলি শুধরে নিলে দীর্যদিন সেটি ব্যবহার করতে পারবেন।
স্মার্টফোন ব্যবহার করার সময় যে ৫ ভুল করবেন না
সারা রাত চার্জিং একদম নয়
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা নানা পোর্টালে হয়তো এই পরামর্শ শুনেছেন। কিন্তু বাস্তবে কি মানছেন? সারা রাত চার্জ দেওয়া মানে সময়ের কোনও সীমা না থাকা। অতিরিক্ত চার্জের ফলে ব্যাটারির উপর বিরাট চাপ তৈরি হয়। এর ফলে ব্যাটারি ব্লাস্ট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই এই অভ্যাস অবিলম্বে বন্ধ করা উচিত।
জামা দিয়ে ফোন পরিষ্কার নয়
ফোনের স্ক্রিনে বা ব্যাক প্যানেলে কিছু লেগেছে, জামা দিয়ে মুছে নিলেন। এই অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু, এর ফলে ছোট ছোট ধুলোকণা স্ক্রিনে লেগে আটকে যায় এবং মাইক্রো স্ক্র্যাচ পড়ে যায়। এগুলি খালি চোখে সে ভাবে বোঝা যায় না। কিন্তু, দীর্ঘ সময়ের জন্য স্ক্রিনের ক্ষতি করে। তাই এই অভ্যাসও বদলানো উচিত।
সমুদ্রের জলে ফোন ব্যবহার নয়
কোম্পানিগুলি প্রায়শই ফোনের আইপি রেটিং দিয়ে বিজ্ঞাপন দিয়ে থাকে। কিন্তু, সেটি ধুলো বা জল থেকে বাঁচানোর জন্য, সমুদ্রের জলে ব্যবহারের জন্য নয়। সমুদ্রে থাকা খনিজ উপাদান ফোনের ব্যাপক ক্ষতি করতে পারে। তাই সমুদ্রের জলে স্মার্টফোন ব্যবহার এড়িয়ে চলুন।
ইউভি কার্ভ টেম্পার গ্লাস
ইউভি গার্ড টেম্পার গ্লাস একদিকে সুরক্ষিত কিন্তু এটি স্ক্রিনে লাগানোর জন্য যে আঠা ব্যবহার করা হয় তা ক্ষতি করতে পারে। আসলে এই আঠা ফোনের স্পিকার, বাটনে গিয়ে সেগুলি অচল করে দিতে পারে।
সস্তা স্ক্রিন গ্লাস
ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য বাজারে গিয়ে সস্তা স্ক্রিন গ্লাস লাগবেন না। এগুলি অত্যন্ত দুর্বল মানের স্ক্রিন গ্লাস হয়। সময়ের সাথে ধুলো এবং নোংরা জমে যায় স্ক্রিনে। যার ফলে স্ক্র্যাচ পড়ে যায় ফোনে। স্মার্টফোনের দীর্ঘায়ুর জন্য এটি একদমই ভালো অভ্যাস নয়।
মোবাইল খারাপ হওয়ার পিছনে শুধু কোম্পানিকেই দুষলেই হবে না, তার সঙ্গে বদলাতে হবে চিন্তাভাবনা। ফোন ব্যবহারের ক্ষেত্রে সাধারণ ৫টি ভুল অনেকেই করে থাকেন। যা শুধরে নিলে দীর্ঘদিন চলবে সেই স্মার্টফোন।