5G Smartphone Buying Tips: নতুন 5G ফোন কেনার সময় এই সাতটি বিষয় অবশ্যই মাথায় রাখুন
নতুন 5G স্মার্টফোন কেনার ভাবনা এখন অনেকেরই আছে। তবে অনলাইন হোক বা অফলাইন, নতুন 5G ফোন কেনার আগে কয়েকটি বিষয় মাথায়...নতুন 5G স্মার্টফোন কেনার ভাবনা এখন অনেকেরই আছে। তবে অনলাইন হোক বা অফলাইন, নতুন 5G ফোন কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। নইলে কেবল 5G কানেক্টিভিটি সাপোর্ট যুক্ত ডিভাইসই কেনা হবে, এটি বৃবহার করে আপনি আনন্দ পাবেন না। আসুন 5G ফোন কেনার আগে যে বিষয়গুলি জেনে রাখা দরকার সেগুলি দেখে নিই।
5G স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলি জানে রাখা দরকার
নেটওয়ার্ক কভারেজ
আপনি যদি নতুন 5G ফোন কিনতে চান তাহলে আপনার এলাকায় 5G নেটওয়ার্ক আছে কিনা দেখে নিন। এর জন্য, আপনি OpenSignal বা nperf এর ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। 5G নেটওয়ার্ক ধীরে ধীরে রোলআউট করা হচ্ছে, তাই আপনার এলাকায় এই নেটওয়ার্ক উপলব্ধ আছে কিনা দেখে নেওয়া উচিত।
5G ব্যান্ড
বর্তমান সময়ে তিন ধরনের 5G ব্যান্ড উপলব্ধ। এক্ষেত্রে 5G ব্যান্ড ও 5G ব্যান্ডের নম্বর চেক করা উচিত। যেমন আপনার ফোনে 5G n1, n3, n7 সাপোর্ট করে কিনা দেখে নিন। তাহলেই আপনি আপনার এলাকায় সর্বোচ্চ 5G স্পিড উপভোগ করতে পারবেন।
প্রসেসর
ভালো 5G নেটওয়ার্ক কভারেজ পেতে শক্তিশালী প্রসেসর দরকার। আপনার নতুন ফোনে মিড রেঞ্জ বা হাই-এন্ড প্রসেসর থাকলে ভালো পারফরম্যান্স পাবেন।
RAM এবং স্টোরেজ
যেকোনো স্মার্টফোনে পর্যাপ্ত র্যাম ও স্টোরেজ থাকা উচিত, যাতে ফোনটি 5G নেটওয়ার্কে ভালোভাবে কাজ করতে পারে। কমপক্ষে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ থাকা ভালো।
ব্যাটারি ক্যাপাসিটি
5G নেটওয়ার্ক ব্যবহারে বেশি পাওয়ার খরচ হয়। তাই বেশি ব্যাটারি ক্যাপাসিটির 5G স্মার্টফোন বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। কমপক্ষে 5000 এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটির ফোন কেনা উচিত।
5G ফোন কেনার সময় ক্যামেরার দিকে মনোযোগ দিন
যে কোনও স্মার্টফোনের জন্য ক্যামেরা অপরিহার্য। কেবল 5G সাপোর্ট ছাড়াও ভালো ক্যামেরা আছে কিনা তা দেখে নেওয়া উচিত। কমপক্ষে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ভালো ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকা উচিত।
লেটেস্ট অপারেটিং সিস্টেম
5G স্মার্টফোন কেনার সময় দেখে নেওয়া উচিত ডিভাইসটি লেটেস্ট অপারেটিং সিস্টেমে চলছে কিনা। তাহলে বিভিন্ন অ্যাপ বা ফিচার ভালোভাবে কাজ করবে।