৭ জিবি র‌্যাম ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার 5G স্মার্টফোন এখন ১০ হাজারে

জনপ্রিয় শপিং প্ল্যাটফর্ম Amazon রোজ তাদের ওয়েবসাইটের 'ডিল অফ দা ডে' সেকশনে বিভিন্ন প্রোডাক্টের উপর ডিসকউন্ট দেয়। আজ...
PUJA 12 May 2023 1:42 PM IST

জনপ্রিয় শপিং প্ল্যাটফর্ম Amazon রোজ তাদের ওয়েবসাইটের 'ডিল অফ দা ডে' সেকশনে বিভিন্ন প্রোডাক্টের উপর ডিসকউন্ট দেয়। আজ এই সেকশনে Lava Blaze 5G ফোনটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নয়া এই স্মার্টফোনটি এখন ব্যাংক অফারের সাথে পাওয়া যাবে। উল্লেখ্য, Lava Blaze 5G হল ভারতের অন্যতম সস্তা 5G স্মার্টফোন। এতে ভার্চুয়াল র‌্যাম ফিচারের সুবিধা থাকায়, ক্রেতারা মোট ৭ জিবি র‌্যাম ব্যবহার করতে পারবেন।

Lava Blaze 5G এর দাম ও অফার

লাভা ব্লেজ ৫জি ফোনের ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৪,৯৯৯ টাকা। তবে অ্যামাজন 'ডিল অব দা ডে'-এর অধীনে এটি ২৭ শতাংশ ছাড়ে ১০,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, ক্রেতারা যদি এইচএসবিসি ক্যাশব্যাক কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে তারা ৫% অতিরিক্ত ছাড় পাবেন।

Lava Blaze 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

লাভা ব্লেজ ৫জি স্মার্টফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি+ রেজোলিউশনের ডিসপ্লে, যা‌ ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ওয়াইডভাইন এল১ সাপোর্ট করে। এই ফোন দিয়ে ব্যবহারকারীরা উচ্চ রেজোলিউশনের ভিডিও কনটেন্ট স্ট্রিম করতে পারবেন। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর সহ ৪ জিবি (+৩ জিবি ভার্চুয়াল) র ্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাথে এসেছে।

ক্যামেরা সেটআপের কথা বললে, লাভা ব্লেজ ৫জি ফোনের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইনের এই ফোনে দেওয়া হয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৫০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন বড় ব্যাটারি।

Show Full Article
Next Story