২০ হাজার টাকার কমে পাবেন এই ২৬টি 5G Phone, লিস্টে আছে Samsung, Redmi, iQOO, Realme
আজ, ১ অক্টোবর থেকে দেশে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার নতুন যুগের সূচনা হতে চলেছে। কারণ আজ নয়াদিল্লির প্রগতি ময়দানে...আজ, ১ অক্টোবর থেকে দেশে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার নতুন যুগের সূচনা হতে চলেছে। কারণ আজ নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) ২০২২ ইভেন্টে ভারতে 5G পরিষেবা লঞ্চের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপামর দেশবাসীর জন্য এটা যে নিঃসন্দেহে এক দারুণ সুসংবাদ, তবে বলে রাখি উক্ত ইভেন্টটিতে কেবলমাত্র আনুষ্ঠানিকভাবে 5G সার্ভিস লঞ্চ করা হয়েছে; অর্থাৎ, এখনই ইউজাররা এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন না। প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের প্রায় শেষ প্রান্তে এসে ভারতে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা লঞ্চ হলেও বিগত প্রায় দু-বছরেরও আগে থেকে ইউজারদের মধ্যে 5G স্মার্টফোন কেনার প্রতি বিশেষ ঝোঁক লক্ষ্য করা গেছে। দুরন্ত গতির নেটওয়ার্ক সার্ভিস রোলআউট হলেই যাতে সেটি ব্যবহার করা যায়, সেজন্য আগেভাগে অনেকেই একটি 5G হ্যান্ডসেট কিনে একদম প্রস্তুত হয়ে রয়েছেন। আর সম্প্রতি এই লঞ্চের খবর সামনে আসায় এখন 5G সাপোর্টেড স্মার্টফোন কেনার জন্য ইউজারদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে।
তবে ৫জি স্মার্টফোন কিনতে গেলে পকেটে বেশ ভালোরকম চাপ পড়বে – একথা ভেবে যারা পিছিয়ে আসছেন, তাদেরকে বলে রাখি যে চলতি সময়ে ক্রেতাদের সুবিধার্থে ভারতে সাশ্রয়ী মূল্যে একাধিক নামজাদা ব্রান্ডের বিভিন্ন ৫জি স্মার্টফোন উপলব্ধ রয়েছে। ফলে ক্রেতারা এখন অনায়াসে মাত্র ২০,০০০ টাকারও কম খরচে একটি স্মার্টফোন কিনে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক সার্ভিসের মজা উপভোগ করতে পারবেন। আর এই প্রতিবেদনে আমরা ভারতের মার্কেটে উপলব্ধ বিভিন্ন প্রখ্যাত ব্র্যান্ডের কয়েকটি ৫জি স্মার্টফোনের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলিকে ২০,০০০ টাকারও কম খরচে গ্রাহকরা পকেটস্থ করতে সক্ষম হবেন।
Samsung-এর 5G স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ১১,৯৯৯ টাকা থেকে
এই মুহূর্তে স্যামসাংয়ের চারটি ৫জি স্মার্টফোন রয়েছে, যা ২০,০০০ টাকারও কমে ভারতীয় মার্কেটে পাওয়া যায়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সংস্থার সবচেয়ে সস্তা ৫জি ফোন Galaxy M13-এও সর্বাধিক সংখ্যক ৫জি ব্যান্ড দেওয়া হয়েছে। নীচে স্যামসাংয়ের সেই সমস্ত ৫জি ফোনের তালিকা দেওয়া হল, যেগুলি ক্রেতারা ২০,০০০ টাকারও কম খরচে কিনতে পারবেন:
▪️Galaxy M13 5G: দাম শুরু হচ্ছে ১১,৯৯৯ টাকা থেকে
▪️Galaxy M33 5G: প্রারম্ভিক মূল্য ১৪,৪৯৯ টাকা
▪️Galaxy M32 5G: ১৮,৯৯৯ টাকা থেকে দাম শুরু হচ্ছে
▪️Galaxy F23 5G: ন্যূনতম ১২,৪৯৯ টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের
Relame-র 5G স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ১৩,৯৯৯ টাকা
রিয়েলমি কোম্পানি ২০,০০০ টাকার রেঞ্জে সবচেয়ে বেশি সংখ্যক ৫জি স্মার্টফোন অফার করে। এই প্রাইস সেগমেন্টে সংস্থার সাতটি ৫জি ফোন আছে। ২০,০০০ টাকার কমে উপলব্ধ রিয়েলমির ৫জি সাপোর্টেড হ্যান্ডসেটগুলির তালিকায় রয়েছে:
▪️Narzo 50 5G: দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে
▪️Narzo 30 5G: প্রারম্ভিক মূল্য ১৪,৯৯৯ টাকা
▪️Narzo 50 Pro 5G: অন্ততপক্ষে ১৯,৯৯৯ টাকা খসাতে হবে ক্রেতাদের
▪️Realme 9i 5G: ১৪,৯৯৯ টাকা থেকে দাম শুরু হচ্ছে
▪️Realme 9 5G Speed Edition: প্রারম্ভিক মূল্য ১৬,৯৯৯ টাকা
▪️Realme 9 5G: দাম শুরু হচ্ছে ১৫,৯৯৯ টাকা থেকে
▪️Realme 9 Pro 5G: ন্যূনতম ১৬,৯৯৯ টাকা খরচ করতে হবে ইউজারদের
Oppo-র 5G স্মার্টফোন কিনতে হলে অন্ততপক্ষে খসবে ১৪,৯৯০ টাকা
২০,০০০ টাকার কমে দুটি ৫জি ফোন রয়েছে ওপ্পোর। এর মধ্যে একটির দাম ১৫,০০০ টাকারও কম। ফোন দুটির নাম হল:
▪️Oppo K10 5G: দাম শুরু হচ্ছে ১৫,৯৯৯ টাকা থেকে
▪️Oppo A74 5G: প্রারম্ভিক মূল্য ১৪,৯৯০ টাকা
Vivo-র 5G স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ১৪,৯৯৯ টাকা
২০,০০০ টাকার মধ্যে ভিভোর দুটি ৫জি স্মার্টফোন রয়েছে। এর মধ্যে একটি কোম্পানির ব্র্যান্ড-নিউ সিরিজ 'টি' (T)-এর, এবং অন্যটি ওয়াই (Y) সিরিজের। ফোনগুলি হল:
▪️Vivo T1 5G: প্রারম্ভিক মূল্য ১৪,৯৯৯ টাকা
▪️Vivo Y725G: দাম ১৯,৯৯০ টাকা
iQOO-এর 5G স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে
ভিভোর সাব-ব্র্যান্ড আইকো ২০,০০০ টাকার কমে দুটি ফোন অফার করে। এর মধ্যে একটির দাম ১৫,০০০ টাকারও কম, আর অন্যটি এর চাইতে একটু বেশি। হ্যান্ডসেটগুলি হল:
▪️iQOO Z6 Lite 5G: ক্রেতাদের ন্যূনতম ১৩,৯৯৯ টাকা খরচ করতে হবে
▪️iQOO Z6 5G: দাম শুরু হচ্ছে ১৫,৪৯৯ টাকা থেকে
Poco-র 5G স্মার্টফোন কিনতে হলে খরচ হবে নূন্যতম ১৪,৯৯৯ টাকা
পোকোর পোর্টফোলিওতে ২০,০০০ টাকার কমদামি দুটি ৫জি ফোন রয়েছে। এর মধ্যে একটি এন্ট্রি-লেভেল এম (M) সিরিজের এবং অন্যটি মিড-রেঞ্জের এক্স (X) সিরিজের। ফোনগুলি হল:
▪️Poco M4 Pro 5G: দাম শুরু হচ্ছে ১৪,৯৯৯ টাকা থেকে
▪️Poco X4 Pro 5G: প্রারম্ভিক মূল্য ১৮,৯৯৯ টাকা
Xiaomi-র 5G স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে
২০,০০০ টাকার কমে জনপ্রিয় ব্র্যান্ড শাওমির তিনটি ৫জি ফোন রয়েছে। এগুলির সবকটিই রেডমি ব্র্যান্ডিংয়ের আওতাভুক্ত। ফোনগুলির নাম হল:
▪️Redmi 11 Prime 5G: দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে
▪️Redmi Note 10T 5G: প্রারম্ভিক মূল্য ১৪,৯৯৯ টাকা
▪️Redmi Note 11 Pro+ 5G: গ্রাহকদের অন্ততপক্ষে ব্যয় করতে হবে ১৯,৯৯৯ টাকা
Infinix-এর 5G স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ১৮,৯৯৯ টাকা
২০,০০০ টাকার কমে ইনফিনিক্সের কেবলমাত্র একটি ৫জি সাপোর্টেড ফোন রয়েছে। ডিভাইসটির নাম Infinix Zero 5G, যার দাম ১৮,৯৯৯ টাকা।
ন্যূনতম ১৫,৪৯৯ টাকা খরচ করলেই কেনা যাবে Tecno-র 5G স্মার্টফোন
টেকনো ২০,০০০ টাকা প্রাইস সেগমেন্টের অধীনে দুটি ফোন অফার করে। দুটি হ্যান্ডসেটই কোম্পানির পোভা (Pova) সিরিজের অন্তর্গত। ফোনগুলি হল:
▪️Pova Neo 5G: দাম ১৫,৪৯৯ টাকা
▪️Pova 5G: দাম ১৫,৯৯৯ টাকা
Lava-র 5G স্মার্টফোন কিনতে হলে খরচ পড়বে ১৭,৯৯৯ টাকা
২০,০০০ টাকার কমে ভারতীয় ব্র্যান্ড লাভার মাত্র একটি ৫জি ফোন রয়েছে। এটি হল Lava Agni 5G, যার দাম ১৭,৯৯৯ টাকা।