Moto G64-এর সেল শুরু, রয়েছে 6000mah ব্যাটারি ও 120hz ডিসপ্লে, মিলবে 1000 টাকা ছাড়

গত সপ্তাহে মোটোরোলা (Motorola) ভারতে তাদের G-সিরিজের অধীনে Moto G64 5G লঞ্চ করেছে। স্মার্টফোনটিতে নতুন MediaTek...
Ananya Sarkar 23 April 2024 2:36 PM IST

গত সপ্তাহে মোটোরোলা (Motorola) ভারতে তাদের G-সিরিজের অধীনে Moto G64 5G লঞ্চ করেছে। স্মার্টফোনটিতে নতুন MediaTek Dimensity 7025 চিপসেট, ফুলএইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। আর আজ (23 এপ্রিল) অপেক্ষার অবসান ঘটিয়ে এদেশে Moto G64 5G-এর সেল শুরু হচ্ছে। চলুন, ফোনটি কেনার আগে দাম, লঞ্চ অফার এবং ফিচার্স দেখে নেওয়া যাক।

Moto G64 5G-এর মূল্য এবং অফার

মোটো জি64 5জি ভারতে আজ ফ্লিপকার্টে দুপুর 12 টা থেকে পাওয়া যাবে। বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ মডেলটির মূল্য 14,999 টাকা এবং টপ-এন্ড 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ 16,999 টাকায় কেনা যাবে। জানিয়ে রাখি, এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে এই ফোনটি কিনলে ক্রেতাদের ফ্ল্যাট 1,000 টাকার ডিসকাউন্ট দেবে মোটোরোলা, যা মোটো জি64 5জি-এর প্রারম্ভিক মূল্য 13,999 টাকায় নামিয়ে আনবে৷

Moto G64 5G-এর স্পেসিফিকেশন

মোটো জি64 5জি-তে ফুলএইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে সহ 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটি 120 হার্টজ রিফ্রেশ রেটও অফার করে এবং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। এতে 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ সহ ডাইমেনসিটি 7025 চিপসেট রয়েছে। ফোনটি 6,000 এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমরি সম্প্রসারণ সাপোর্ট করে।

Moto G64 5G-এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত রয়েছে, যা একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্সের সাথে যুক্ত। এটি একটি ম্যাক্রো ক্যামেরা হিসাবেও কাজ করে। আর ফোনের সামনে পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত।

সফ্টওয়্যারের ক্ষেত্রে, Moto G64 5G-এ অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক মাইইউএক্স (MyUX) কাস্টম স্কিনে চলে। কোম্পানি নিশ্চিত করেছে যে, এই মোটো ফোনটি অ্যান্ড্রয়েড 15-এর আপডেটের পাশাপাশি তিন বছরের সিকিউরিটি আপডেট পাবে। এছাড়াও, Moto G64 5G-এ একটি 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, ডুয়েল স্টেরিও স্পিকার, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.2 এবং ডুয়েল সিম 5G কানেক্টিভিটি রয়েছে।

Show Full Article
Next Story