তোলা যাবে আকর্ষণীয় ছবি-ভিডিও, এই 7টি Smartphone-এর কাছে ফেল DSLR! জানুন দাম

মোবাইল ফটোগ্রাফি আজকাল আর পাঁচটা বিষয়ের মতোই সাধারণ-স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। প্রায় সকলেই ফোন হাতে কোনো মুহূর্ত বা...
Anwesha Nandi 13 July 2023 11:11 AM IST

মোবাইল ফটোগ্রাফি আজকাল আর পাঁচটা বিষয়ের মতোই সাধারণ-স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। প্রায় সকলেই ফোন হাতে কোনো মুহূর্ত বা ভালো-খারাপ লাগার যেকোনো কিছু ফোন ক্যামেরায় বন্দি করছেন। অন্যদিকে কেউ কেউ আবার স্মার্টফোন থেকেই প্রোফেশনালের মতো ছবি তুলে তাক লাগাচ্ছেন। কিন্তু ভালো মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং পরস্পরের সাথে সম্পর্কযুক্ত – প্রথমত স্মার্টফোনের ক্যামেরাটি ভালো কোয়ালিটির হতে হবে, আর দ্বিতীয়ত ইউজারকে ফটো তোলায় বা কায়দা জানার ক্ষেত্রে হতে হবে পারদর্শী। সে যাইহোক, আপনি যদি এখন একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন এবং আপনার লক্ষ্য হয় ভালো ছবি তোলার জন্য সেরা মানের ক্যামেরাযুক্ত হ্যান্ডসেট কেনা, তাহলে এই প্রতিবেদনটি আপনার খুব কাজে আসবে। আসলে বাজারে এখন প্রচুর স্মার্টফোন উপলব্ধ, কিন্তু আমরা এখন তার মধ্যে থেকে বাছাই করা সেরা ক্যামেরাওয়ালা ৭টি মডেলের কথা বলব যাদের সাহায্যে আপনি সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত ছবি পোস্ট করতে পারবেন – তাও আবার DSLR ক্যামেরা বা কোনো ফিল্টারের প্রয়োজন ছাড়াই। তো আসুন দেখে নিই তালিকা।

Flipkart-এ উপলব্ধ এই স্মার্টফোনগুলিতে হবে সেরা ফটোগ্রাফি

১. Realme 11 Pro+ 5G: কোম্পানির লেটেস্ট এই ফোনটি ওআইএস সুপারজুম (SuperZoom) এবং ৪এক্স লসলেস জুম (4X Lossless Zoom) প্রযুক্তিসহ আসে, এতে বিশ্বে প্রথমবার ২০০ মেগাপিক্সেল (200MP) স্যামসাং আইএসও-সেল (ISOCELL) ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সাথে আছে ৩২ মেগাপিক্সেল সনি (Sony) সেলফি ক্যামেরা। এটিতে ২এক্স (2x) পোর্ট্রেট মোড, অটো-জুম প্রযুক্তি, স্ট্রিট ফটোগ্রাফি মোড, মুন মোড, নাইট মোড, স্টারি স্কাই মোড এবং সুপার নাইটস্কেপের মতো একাধিক সৃজনশীল ফিচার আছে।

এর মূল্য ২৭,৯৯৯ টাকা।

২. Oppo Reno8T 5G: এই স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি এআই (AI) ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপ্থ-সেন্সিং লেন্স এবং মাইক্রোস্কোপিক ফটোগ্রাফির জন্য ৪০এক্স (40x) মাইক্রো লেন্সযুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটি ননপিক্সেল প্লাস বিনিং প্রযুক্তি, সুপারপিক্সেল প্রযুক্তি (নয়টি পিক্সেল একত্রিতভাবে কাজ করে), পোর্ট্রেট সুপার রেজোলিউশন অ্যালগরিদমের মতো ফিচার আছে যা ভালো ফটোগ্রাফিতে সাহায্য করে। এছাড়া এর ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমেও এইচডিআর (HDR) সেলফি, বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট, ডুয়াল-ভিউ ভিডিওসহ দুর্দান্ত সেলফি তোলা যায়।

এই ফোনটি কিনতে ২৯,৯৯৯ টাকা খরচ করতে হবে।

৩. Samsung Galaxy F54 5G: এই ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস নো শেক ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এরই সাথে মিলবে অ্যাস্ট্রোল্যাপ্স (AstroLapse) মোড, নাইট মোড, টাইম-ল্যাপ্স ভিডিও মোড ইত্যাদি অপশন। কোম্পানির মতে এই ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের সৃজনশীলতার একটি নতুন স্তরে পৌঁছে দেবে।

এই ফোনটির দাম পড়বে ২৯,৯৯৯ টাকা।

৪. Vivo V27 5G Series: এই সিরিজের দুটি ফোনেই চিত্তাকর্ষক ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। আর দু ধরণের ক্যামেরাতেই আপনি নাইট মোড, পোর্ট্রেট মোড এবং অরা লাইট ফিচার পাবেন। এদের কালার টোন অ্যাডজাস্ট ক্যাপাসিটি অত্যন্ত দুর্দান্ত – কোম্পানি সিরিজের ফোনগুলিকে ভারতীয় বিবাহের উপযোগী করে বানিয়েছে। অতিরিক্তভাবে, এগুলি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস প্রযুক্তি বহন করবে।

এই স্মার্টফোন সিরিজের দাম শুরু হচ্ছে ৩২,৯৯৯ টাকা থেকে।

৫. Google Pixel 7a: অ্যান্ড্রয়েড নির্মাতা গুগলের এই নিজস্ব ফোনটি মোবাইল ফটোগ্রাফির জন্য অত্যন্ত উপযোগী, গুণমান থেকে এডিটিং সব ক্ষেত্রেই। এতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস (OIS) ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। কোম্পানির নিজস্ব টেন্সর জি২ প্রসেসর চালিত হওয়ায় এটি উন্নত ইমেজ প্রসেসিংয়ের সাথে, লো লাইট ফটোগ্রাফি, শার্প নাইট শট, আকর্ষণীয় অ্যাস্ট্রোফটোগ্রাফি ইত্যাদি সুবিধা দেয়। এই ফোনে সুপার রেজুলেশন জুমের সুবিধাও আছে, আছে লং এক্সপোজার অপশনও যা আপনাকে ছবির উন্নত স্পিড, টেক্সচার অফার করবে। এছাড়া এতে ম্যাজিক ইরেজার, ফটো এনাবলারের মতো ফিচারও বিদ্যমান।

এই ফোনটির দাম বর্তমানে ৪৩,৯৯৮ টাকা।

৬. Vivo X90 Series: এই সিরিজটি কোম্পানিটি প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ যা শ্বাসরুদ্ধকর ছবি ক্যাপচারের গ্যারান্টি দেয়। এক্ষেত্রে ফোনগুলিতে জেইস (ZEISS) সিনে-ফ্লেয়ার পোর্ট্রেট, এক্সট্রিম নাইট ভিডিও অ্যালগরিদম, ন্যাচারাল কালার টোন প্রযুক্তি সমেত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি খাঁটি রঙে ছবি তুলতে সাহায্য করবে। উল্লেখ্য, সিরিজের 'প্রো' মডেল (মানে Vivo X90 Pro-তে) বৃহত্তম ১ ইঞ্চি আইএমএক্স৯৮৯ (IMX989) সেন্সর বর্তমান।

এক্ষেত্রে সিরিজের বেস মডেলের প্রারম্ভিক দাম পড়বে ৫৯,৯৯৯ টাকা।

৭. Apple iPhone 14 Pro Max: ফটো তোলার জন্য আইফোন সবসময়ই সেরা। সেক্ষেত্রে এই লেটেস্ট মডেলের রিয়ার ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের দুটি লেন্স দেখা যাবে। এটি ফটো এবং ভিডিও উভয় ক্ষেত্রেই অসাধারণ গুণমান সরবরাহ করে৷ বলে রাখি, এই আইফোনে নতুন সিনেম্যাটিক মোড, অ্যাকশন মোড সহ, স্টিল হ্যান্ডহেল্ড ভিডিও ফিচার আছে।

ন্যূনতম ১,২৭,৯৯৯ টাকা দিয়ে এই আইফোন খরিদ করা যাবে।

Show Full Article
Next Story