Sony-র হৈচৈ ফেলে দেওয়া ক্যামেরাকে সঙ্গী করে বাজারে আসছে আরও এক দুর্ধর্ষ ফোন

আজকের যুগে একটি নতুন স্মার্টফোন কেনার সময়, ক্রেতারা কয়েকটি মূল বৈশিষ্ট্যের ওপর বিশেষ জোর দেন। তার মধ্যে ফোনের ক্যামেরা...
techgup 4 Jan 2023 8:37 AM IST

আজকের যুগে একটি নতুন স্মার্টফোন কেনার সময়, ক্রেতারা কয়েকটি মূল বৈশিষ্ট্যের ওপর বিশেষ জোর দেন। তার মধ্যে ফোনের ক্যামেরা কনফিগারেশন এর উৎকর্ষতার অন্যতম মাপকাঠি। তাই নির্মাতারাও তাদের ডিভাইসগুলির ক্যামেরা বিভাগটির যথেষ্ট মনোযোগ দিয়ে থাকেন, বিশেষ করে ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলির ক্ষেত্রে। প্রায় সব অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোনেই এখন প্রধান ক্যামেরার জন্য বড় আকারের সেন্সর ব্যবহার করা হচ্ছে। ১-ইঞ্চির সনি আইএমএক্স৯৮৯ (Sony IMX989) এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় সেন্সর। এটি গত বছর জুলাইতে Xiaomi 12S Ultra-এর সাথে আত্মপ্রকাশ করে। এই সেন্সরটি এখন Vivo X90 Pro, Vivo X90 Pro Plus এবং Xiaomi 13 Pro-তেও পাওয়া যায়। এছাড়াও, আসন্ন Oppo Find X6 Pro-এও এই একই সেন্সর ব্যবহার করা হবে বলে জানা গেছে। আর এখন, এক সুপরিচিত টিপস্টার জানিয়েছেন যে, উল্লিখিত ১-ইঞ্চির সনি ক্যামেরা সেন্সরটির সাথে আরও একটি নতুন ফোন বাজারে আসতে চলেছে। চলুন এই আসন্ন হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

১-ইঞ্চির Sony IMX989 ক্যামেরা সেন্সরের সাথে একটি নতুন হ্যান্ডসেট শীঘ্রই আসছে বাজারে

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, অত্যাধুনিক ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ ১-ইঞ্চি ক্যামেরা সহ একটি স্মার্টফোন এই মুহূর্তে পরীক্ষার পর্যায়ে রয়েছে। এই ডিভাইসটি ১২০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এতে একটি সিঙ্গেল সেল ব্যাটারি ব্যবহার করা হবে বলেও জানা গেছে।

যেহেতু, টিপস্টার হ্যান্ডসেট বা ব্র্যান্ডের নাম উল্লেখ করেননি, তাই তার পোস্টটি লাইভ হওয়ার পর থেকেই নেটিজেনরা কমেন্ট বিভাগে তাদের তাদের অনুমানগুলি প্রকাশ করেছেন। মন্তব্য অনুযায়ী, এই ফোনটি শাওমি ১৩ প্রো ডাইমেনসিটি এডিশন, শাওমি মিক্স ৫, রেডমি কে৬০ আল্ট্রা, অথবা ভিভো/আইকো ডিভাইস হতে পারে। তবে জোর দিয়ে বলা যায় না যে, সেন্সরটি এগুলির মধ্যেই কোনও একটি হ্যান্ডসেটে ব্যবহৃত হবে। কারণ, এখনও ডিভাইসগুলি সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, ডিজিট্যাল চ্যাট স্টেশন সম্ভবত বিভ্রান্তি দূর করতে পণ্যটির নাম নিজেই প্রকাশ করবেন। আপাতত অনুমান করা হচ্ছে যে, এই স্মার্টফোনটি প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে পড়বে না কারণ এটি ডুয়েল-সেলের পরিবর্তে একক-সেলের ব্যাটারির সাথে আসবে বলে জানা গেছে।

Show Full Article
Next Story