দারুণ খবর, চীনা ব্র্যান্ডদের টেক্কা দিতে সস্তায় ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করবে Samsung

স্যামসাং (Samsung) তাদের পঞ্চম-প্রজন্মের Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5 গত মাসে বিশ্ব বাজারে উন্মোচন করেছে। ইতিমধ্যেই একাধিক দেশে এই ডিভাইসগুলির সেল…

স্যামসাং (Samsung) তাদের পঞ্চম-প্রজন্মের Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5 গত মাসে বিশ্ব বাজারে উন্মোচন করেছে। ইতিমধ্যেই একাধিক দেশে এই ডিভাইসগুলির সেল শুরু হয়ে গিয়েছে এবং সব মার্কেটেই মডেলগুলি তাদের পূর্বসূরির তুলনায় ব্যয়বহুল। উল্লেখযোগ্যভাবে, Z Flip 5 একাধিক বিভাগে বড় আপগ্রেডের সাথে এসেছে। দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি যে তাদের ফ্ল্যাগশিপ সিরিজগুলির অধীনে একটি তুলনামূলক সাশ্রয়ী মূল্যের Fan Edition (FE) ভ্যারিয়েন্ট অফার করে থাকে, সেবিষয়ে প্রায় সকল স্যামসাং অনুরাগীই অবগত। কোম্পানি ২০২০ সালে ফ্ল্যাগশিপ S20 সিরিজের অংশ হিসেবে প্রথম FE মডেলটি লঞ্চ করেছিল, যেখানে Tab S7-এর FE মডেলটি ২০২১ সালে বাজারে আসে৷ আর এখন এক টিপস্টার ভবিষ্যতের ফোল্ডেবল হ্যান্ডসেটগুলির জন্য স্যামসাংয়ের পরিকল্পনা সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য শেয়ার করেছেন৷

Samsung সাশ্রয়ী মূল্যের ফোল্ডেবল ফোন লঞ্চ করবে

বিভিন্ন কোম্পানির ফোল্ডেবল ফোন বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। গত বছর, ওপ্পো (Oppo), মোটোরলা (Motorola), গুগল (Google), হুয়াওয়ে (Huawei), ভিভো (Vivo) এবং শাওমি (Xiaomi)-এর মতো একগুচ্ছ ব্র্যান্ড ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করেছে৷ যদিও, এখনও স্যামসাংয়ের গ্যালাক্সি জেড সিরিজের ফোল্ডিং ডিভাইসগুলি ফোল্ডেবল স্মার্টফোন বিভাগে নিজেদের আধিপত্য ধরে রেখেছে। তবে আগামী দিনে, ক্রমবর্ধমান প্রতিযোগিতার সাথে তাল মেলানো দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডের জন্য কঠিন হয়ে উঠবে বলে অনুমান করা যায়।

https://twitter.com/Tech_Reve/status/1693200331767992688?t=JT3_-pikQ6Q6h3UMHnzjGw&s=19

টিপস্টার রিভেগনাস জানিয়েছেন যে, নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া স্যামসাং, বর্তমানে গ্যালাক্সি জেড ফোল্ড বা জেড ফ্লিপের অপেক্ষাকৃত কমদামী এফই সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করছে। অর্থাৎ, ক্রেতারা কোম্পানির কাছ থেকে একটি সাশ্রয়ী মূল্যের ফোল্ডেবল ফোন আশা করতে পারেন। জানিয়ে রাখি, ফ্যান এডিশন বা এফই সংস্করণ সংস্থার ফ্ল্যাগশিপ ডিভাইসের ডাউনগ্রেড ভ্যারিয়েন্ট হয়, ফলে এগুলি তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে বাজারে আসে।

সম্ভবত, Samsung Galaxy Z Fold এবং Z Flip-এর FE মডেলের বৈশিষ্ট্য এবং হার্ডওয়্যার বাজারে বিদ্যমান নন-এফই ডিভাইসগুলির তুলনায় ডাউনগ্রেড করা হবে। তবে, Galaxy S-সিরিজের ফোনগুলির পূর্ববর্তী এফই মডেল এবং Tab S7 FE-এর স্পেসিফিকেশন বিবেচনা করলে, নতুন ফোল্ডেবল থেকেও ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরম্যান্স আশা করা যেতে পারে।

Samsung এর উক্ত পদক্ষেপটি ফোল্ডেবল স্মার্টফোনপ্রেমীরা সাগ্রহে স্বাগত জানাবেন বলে মনে হয়, কারণ প্রতি বছরই Galaxy Z লাইনআপের দাম বৃদ্ধি পাচ্ছে, যা বহু ক্রেতারই নাগালের বাইরে চলে যাচ্ছে। তবে, সাশ্রয়ী মূল্যের Galaxy Z FE ফোল্ডেবল ফোনের আগমনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। ওই টিপস্টারের দাবি, এটি পরবর্তী প্রজন্মের Galaxy Z Fold 6 এবং Flip 6-এর পরে লঞ্চ হবে, যা সম্ভবত আগামী বছরের দ্বিতীয়ার্ধে আসবে।