Xiaomi বা Samsung এর ফোন নয়, সর্বপ্রথম Android 15 আপডেট আসছে এই ডিভাইসগুলিতে

আপনি যদি অ্যান্ড্রয়েড ১৫ এর জন্য অপেক্ষা করা থাকেন তাহলে সুখবর। কারণ আগামী মাস থেকে Google Pixel স্মার্টফোনের জন্য আসছে...
ANKITA 19 Sept 2024 1:59 PM IST

আপনি যদি অ্যান্ড্রয়েড ১৫ এর জন্য অপেক্ষা করা থাকেন তাহলে সুখবর। কারণ আগামী মাস থেকে Google Pixel স্মার্টফোনের জন্য আসছে Android 15 আপডেট। এর পরপরই অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড তাদের ডিভাইসে নয়া ওএস আপডেট পৌঁছে দিতে পারে। জানিয়ে রাখি প্রতি বছর নতুন পিক্সেল ফোনের সাথে লেটেস্ট অ্যান্ড্রয়েড ওএস পাওয়া যায়। তবে এবছর এমনটা হয়নি।

সম্প্রতি লঞ্চ হওয়া Google Pixel 9 সিরিজে অ্যান্ড্রয়েড ১৫ এর পরিবর্তে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, যা অনেক পিক্সেল স্মার্টফোন ফ্যানকে অখুশি করে। তবে এখন একাধিক গুগল পিক্সেল ফোনে নতুন অপারেটিং সিস্টেমের আপডেট দেওয়া হবে বলে গুগলের তরফে নিশ্চিত করা হয়েছে।

Google Pixel স্মার্টফোনে আগামী মাসে আসছে Android 15 আপডেট

গুগল জানিয়েছে তাদের ইন-হাউস গুগল পিক্সেল স্মার্টফোনে আগামী মাসে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট আসবে। আজ আবার অ্যান্ড্রয়েড হেডলাইনস তাদের রিপোর্টে জানিয়েছে যে, অক্টোবরের মাঝামাঝি সময় থেকে পিক্সেল হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট আসবে।

এই Google Pixel ফোনে আসবে Android 15 আপডেট

গুগলের তরফে এখনও নিশ্চিত করা না হলেও, রিপোর্ট থেকে জানা গেছে পিক্সেল ৯ সিরিজ থেকে‌ শুরু করে পিক্সেল ৬ সিরিজ পর্যন্ত সমস্ত ফোনে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট পাবে। নিন্মলিখিত ডিভাইসগুলি ওভার-দ্য এয়ার (ওটিএ) আপডেট পাবে।

  • Google Pixel 9 Series
  • Google Pixel Fold
  • Google Pixel 8 Series
  • Google Pixel 7 Series
  • Google Pixel 6 Series
  • Google Pixel Tablet

আরও পড়ুন : সমস্ত অফারের বাপ, Amazon Great Indian Festival সেলে সবচেয়ে সস্তায় iPhone 13

এর পরপরই Samsung, Honor, iQOO, Lenovo, Motorola, Nothing, OnePlus, Oppo, Realme, Sony, Tecno, Vivo এবং Xiaomi-র মতো ব্র্যান্ড তাদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট পৌঁছে দেবে।

Show Full Article
Next Story