Oppo, OnePlus এর পর এবার জনপ্রিয় চীনা স্মার্টফোন ব্র্যান্ড Vivo-কে নিষিদ্ধ ঘোষণা!

গত বছর জুলাই মাস নাগাদ জার্মানিতে ওপ্পো (Oppo) এবং ওয়ানপ্লাস (OnePlus)-এর বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের জন্য নোকিয়া (Nokia) আদালতে একটি মামলা দায়ের করে। তবে উভয় কোম্পানিই…

গত বছর জুলাই মাস নাগাদ জার্মানিতে ওপ্পো (Oppo) এবং ওয়ানপ্লাস (OnePlus)-এর বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের জন্য নোকিয়া (Nokia) আদালতে একটি মামলা দায়ের করে। তবে উভয় কোম্পানিই জার্মান আদালতের নির্ধারিত শর্তাবলী মেনে চলতে অস্বীকার করার পরে সেদেশে ওপ্পো এবং ওয়ানপ্লাস ফোনের বিক্রি বন্ধ করার জন্য জার্মান কোর্ট আদেশ জারি করেছিল৷ জার্মানিতে এই দুই কোম্পানির ডিভাইসের বিক্রি বন্ধ করার পর এবার ভিভো (Vivo)-কেও সেই একই পরিণতির মুখোমুখি হতে হচ্ছে। গত সপ্তাহে, ভিভো আদালতের কাছ থেকে একটি প্রাথমিক নিষেধাজ্ঞা পেয়েছে, যেখানে বলা হয়েছে, নোকিয়ার পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহার করলে জার্মানিতে তাদের স্মার্টফোনের বিক্রি নিষিদ্ধ করা হবে। নোকিয়া কিছু পেটেন্টের লাইসেন্সিং ফি সংক্রান্ত ব্যর্থ আলোচনার পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে।

Oppo এবং OnePlus-এর পরে, Vivo-ও জার্মানিতে বিক্রয় নিষেধাজ্ঞার মুখোমুখি

নোকিয়া দাবি করেছে যে, আদালতের সিদ্ধান্ত ভিভোর দ্বারা তাদের পেটেন্ট লঙ্ঘনের বিষয়টিকে বৈধ বলে প্রমাণ করেছে, যার মধ্যে বিভিন্ন মোবাইল এবং ৫জি প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে দুটি কোম্পানির মধ্যে পূর্বে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে ভিভো নোকিয়া দ্বারা দাবি করা লাইসেন্সিং ফি দিতে অস্বীকার করেছিল।

নোকিয়া বলেছে যে, তারা ২০২১ সালের মে মাসে ভিভোর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার আগে আদালতের বাইরে সমস্যাটির নিষ্পত্তি করতে এবং লাইসেন্স বাড়ানোর বিষয়ে আলোচনা শুরু করার জন্য সমস্ত সম্ভাব্য পদক্ষেপ নিয়েছে। বর্তমানে ফিনল্যান্ড ভিত্তিক কোম্পানিটি স্পষ্টভাবে জানিয়েছে যে, উপযুক্ত লাইসেন্সিং ফি প্রদান না করে নোকিয়ার পেটেন্ট প্রযুক্তি ব্যবহার করে জার্মানিতে ভিভো স্মার্টফোনের ডিস্ট্রিবিউশন অবৈধ।

এদিকে, ভিভো তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রাথমিক বিবৃতিতে ঘোষণা করেছে যে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবার কোর্টে আবেদন করবে। চীনা ব্র্যান্ডটি জোর দিয়ে বলেছে যে, নোকিয়া ন্যায্য শর্তে তার পেটেন্ট লাইসেন্স করেনি। নোকিয়া ইতিমধ্যেই এই দাবির পাল্টা দিয়েছে, এই বলে যে ম্যানহাইম জেলা আদালত নিশ্চিত করেছে যে, তারা ন্যায্যভাবে কাজ করেছে। জার্মানিতে ভিভো স্মার্টফোনের বিক্রি বন্ধ হয়ে যাওয়ার মুখে। তবে, তারা এখনও নোকিয়ার সাথে “ন্যায্য” শর্তে একটি সমাধানের আশা করছে।

উল্লেখ্য, ওপ্পো, ওয়ানপ্লাস এবং ভিভো প্রত্যেকেই চীনা সংস্থা, বিবিকে ইলেকট্রনিক্সের অংশ। যদিও, ওপ্পো এবং ভিভো বিবিকে-এর অধীনে স্বাধীন ব্র্যান্ড হিসাবে কাজ করে। কম পণ্য এবং উল্লেখযোগ্যভাবে কম মার্কেটিং প্রচেষ্টা সহ জার্মানিতে ভিভোর উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত। তাই, বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞার জন্য প্রভাবিত মডেলের সংখ্যা তুলনামূলকভাবে কম হবে।