প্রায় 2000 জিবি এক্সট্রা ডেটা, Airtel AirFiber এর কাছে পাত্তা পাবে না Jio AirFiber
বর্তমানে মোট দুটি টেলিকম সংস্থা ভারতে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (FWA) সলিউশন অফার করে। প্রথমটি হল Airtel ঘোষিত Xstream...বর্তমানে মোট দুটি টেলিকম সংস্থা ভারতে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (FWA) সলিউশন অফার করে। প্রথমটি হল Airtel ঘোষিত Xstream AirFiber এবং দ্বিতীয়টি Jio-এর AirFiber। উভয় অপারেটর তাদের এই ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিসের অধীনে 5G নেটওয়ার্কের সুবিধা প্রদান করে থাকে। একই সাথে সুনীল মিত্তল এবং মুকেশ আম্বানি মালিকাধীন দুটি সংস্থাই, দেশের যেসকল অঞ্চলে নেটওয়ার্ক পৌঁছানো কঠিন সেখানেও ফাইবার পরিষেবা পৌঁছে দিয়েছে বলে দাবি করছে।
জানিয়ে রাখি, এখনও পর্যন্ত Airtel ১০০ এমবিপিএস স্পিড এবং আনলিমিটেড ডেটা সহ শুধুমাত্র একটি প্ল্যান লঞ্চ করেছে। যেখানে কিনা Jio ৩০ এমবিপিএস থেকে শুরু করে ১ জিবিপিএস পর্যন্ত বিভিন্ন স্পিড-লিমিটের একাধিক আনলিমিটেড ডেটা প্ল্যান অফারে থাকে। ফলে FWA বিভাগে সবথেকে ভালো প্ল্যান ও পরিষেবা প্রদানের ক্ষেত্রে Airtel নাকি Jio কোন অপারেটর এগিয়ে আছে তা এখন বিচার্য বিষয়। আজকের প্রতিবেদনে আমরা Airtel Xstream AirFiber এবং Jio AirFiber-এর মধ্যে কোনটি সবথেকে বেশি লাভজনক বেনিফিট দেয় সেই সম্পর্কে আলোচনা করবো।
Airtel Xstream AirFiber
এয়ারটেল এক্সস্ট্রিম এয়ারফাইবার 'ফেয়ার ইউসেজ পলিসি' -এর সুবিধা সহ প্রতি মাসে ৩৩৩৩ জিবি বা ৩.৩ টেরাবাইট সীমাহীন হাই-স্পিড ডেটা অফার করে। আর নির্ধারিত ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও এয়ারটেল ব্যবহারকারীরা ২ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারবেন। ফলে আপনারা যতইচ্ছা কনটেন্ট ব্রাউজিং এবং স্ট্রিমিং করুন না কেন, ৩.৩ টেরাবাইট হাই-স্পিড ডেটা এবং ২ এমবিপিএস ফেয়ার ইউসেজ পলিসি (FUP) স্পিডের কারণে ইন্টারনেট সার্ফিং কখনোই থমকে যাবে না।
Jio AirFiber
অন্যদিকে জিও ঘোষিত এয়ারফাইবার পরিষেবার অধীনে আনলিমিটেড ডেটা অফার করে হলেও, সর্বোচ্চ ১ টেরাবাইট হাই-স্পিড ডেটা উপভোগ করা যাবে। আর নির্ধারিত ডেটা লিমিট অতিক্রম করার পরেও, আপনারা 'ফেয়ার ইউসেজ পলিসি' (FUP) অনুযায়ী ৬৪ কেবিপিএস অর্থাৎ তুলনায় কম স্পিডে ইন্টারনেট সার্ভ করতে পারবেন। তবে যারা আরো উচ্চ গতিতে নেট ব্যবহার করতে চান, তারা ৪০১ টাকা খরচ করে একটি ডেটা বুস্টার প্ল্যান কিনতে পারবেন, যা বিলিং সার্কেল পর্যন্ত অতিরিক্তভাবে আরো ১ টেরাবাইট ডেটা অফার করবে।
সিদ্ধান্ত :
তুলনা করলে একটা বিষয় স্পষ্ট যে, এয়ারটেলের ডেটা প্ল্যান জিও -এর থেকে অনেক ভালো ও লাভজনক। কেননা জিও -এর মূল প্ল্যান ১ টেরাবাইট ডেটা অফার করে এবং সাথে অতিরিক্তভাবে আরো ১ টেরাবাইট ডেটা কেনা যায়। অর্থাৎ মোট ২ টেরাবাইট ডেটা ব্যবহার করা যাচ্ছে। যেখানে এয়ারটেল তাদের মূল প্ল্যানের অধীনেই ৩.৩ টেরাবাইট ডেটা প্রদান করে। এছাড়া এয়ারটেল এক্সস্ট্রিম এয়ারফাইবার (২ এমবিপিএস), জিও এয়ারফাইবারের (৬৪ কেবিপিএস) থেকেও অধিক ভালো FUP-পরবর্তী ইউজার এক্সপিরিয়েন্স সরবরাহ করে।