Amazfit Band 7: হৃদকম্পন মাপক সেন্সর সহ লঞ্চ হল নতুন স্টাইলিস স্মার্ট ব্যান্ড

এবার ১২০টি স্পোর্টস মোড সহ বিশ্ব বাজারে উন্মোচন হল Amazfit Band 7। Amazfit সংস্থার নতুন এই ব্যান্ডটি সম্প্রতি লঞ্চ হওয়া...
techgup 25 July 2022 5:11 PM IST

এবার ১২০টি স্পোর্টস মোড সহ বিশ্ব বাজারে উন্মোচন হল Amazfit Band 7। Amazfit সংস্থার নতুন এই ব্যান্ডটি সম্প্রতি লঞ্চ হওয়া Xiaomi Mi Band 7 Pro স্মার্টব্যান্ডের সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ। তবে এতে শাওমি এমআই ব্যান্ড ৭ প্রো এর মত ইনবিল্ট জিপিএস সাপোর্ট থাকবে না। তাছাড়া এটি ১.৪৭ ইঞ্চি এইচডি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। আবার এতে রয়েছে ২৪/৭ হার্ট রেট এবং ব্লাড অক্সিজেন মনিটর, ইনবিল্ট অ্যামাজন অ্যালেক্সা ইত্যাদি। এমনকি ওয়্যারেবলটি একবার চার্জে ১৮ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Amazfit Band 7 স্মার্ট ব্যান্ডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Amazfit Band 7 স্মার্ট ব্যান্ডের দাম ও লভ্যতা

অ্যামেজফিট ব্যান্ড ৭ ওয়্যারেবলটির দাম ধার্য করা হয়েছে ৪৯.৯৯ ডলার ( প্রায় ৩,৬৫০ টাকা)। সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে এটি কিনতে পাওয়া গেলেও ভারতে কবে থেকে ব্যান্ডটি উপলব্ধ হবে তা জানা যায়নি। বেজ এবং ব্ল্যাক এই দুটি কালারের ডায়ালের সাথে ব্লু, গ্রিন, অরেঞ্জ এবং পিঙ্ক কালারের স্ট্র্যাপ অপশনে পাওয়া যাবে নতুন এই স্মার্টব্যান্ড।

Amazfit Band 7 স্মার্ট ব্যান্ডের স্পেসিফিকেশন

আগেই বলা হয়েছে নতুন অ্যামেজফিট ব্যান্ড ৭ সেভেন ওয়্যারেবলটি ১.৪৭ ইঞ্চি এইচডি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ১৯৮x৩৬৮ পিক্সেল এবং এটি ২৮২ পিপিআই পিকচার ডেনসিটি অফার করবে। তাছাড়া এতে থাকছে জেপ অপারেটিং সিস্টেম (Zepp OS)। সংস্থার মতে, একবার চার্জে সাধারণ ব্যবহারে এটি ১৮ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। আবার ব্যাটারি সেভার মোডে থাকলে এটি ২৮ দিন পর্যন্ত রানটাইম সরবরাহ করতে সক্ষম। উপরন্তু এতে রয়েছে ৫০টিরও বেশী ওয়াচফেস এবং ১২০টি স্পোর্টস মোড।

অন্যদিকে ব্যান্ডটিতে একগুচ্ছ হেলথ ফিচার উপলব্ধ। এর মধ্যে থাকছে ২৪/৭ হার্ট রেট মনিটর, SpO2 মনিটর, স্ট্রেস মনিটর, স্ট্রেস ট্র্যাকার এবং মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার। এই সেন্সরগুলি ব্যবহারকারীকে তার হেলথ ডেটা সম্পর্কে সব সময় জানান দেবে। বিশেষ করে কখনো সেটা অস্বাভাবিক ভাবে বেড়ে বা কমে গেলে জানতে পারবেন ইউজার।

তাছাড়া এটি ব্লুটুথের মাধ্যমে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এমনকি এতে রয়েছে ইনবিল্ট অ্যামাজন অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট। তাছাড়া ওয়্যারেবলটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য সিডেন্টারি রিমাইন্ডার, ফাইন্ড মাই ফোন অ্যালার্ম, ক্লক, স্টপ ওয়াচ, ডু নট ডিস্টার্ব মোড, ফোন কল নোটিফিকেশন, এসএমএস নোটিফিকেশন ইত্যাদি। শুধু তাই নয়, এতে থাকছে এক্সারসাইজ অ্যালগরিদম, যা ব্যবহারকারীর ওয়াকিং, রানিং সহ একাধিক মুভমেন্টকে চিনতে সাহায্য করবে। সর্বোপরি, জল থেকে সুরক্ষা দিতে ব্যান্ডটি ৫ এটিএম রেটিংসহ এসেছে এবং এর ওজন মাত্র ২৮ গ্রাম।

Show Full Article
Next Story