সস্তায় অ্যামোলেড ডিসপ্লে ও 64 মেগাপিক্সেল ক্যামেরার 5G স্মার্টফোন, আজ কিনলেই 5 হাজার টাকা ছাড়
ভিভো-র সাব ব্র্যান্ড iQOO ভারতে ইতিমধ্যেই একাধিক 5G স্মার্টফোন লঞ্চ করেছে এবং নজরকাড়া ফিচার থাকায় এই ডিভাইসগুলি...ভিভো-র সাব ব্র্যান্ড iQOO ভারতে ইতিমধ্যেই একাধিক 5G স্মার্টফোন লঞ্চ করেছে এবং নজরকাড়া ফিচার থাকায় এই ডিভাইসগুলি ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে। তাই আপনি যদি এই মুহূর্তে নতুন কোনো ফোন কিনতে চান, তাহলে iQOO-র স্মার্টফোন নিতে পারেন। সংস্থার iQOO Z7s 5G ডিভাইসটি এখন সস্তায় পাওয়া যাচ্ছে।
আসলে শপিং প্ল্যাটফর্ম Amazon-এ চলছে Revolution 5G Revolution Sale, যার শেষ দিন আজ। এই সেলে বিভিন্ন রেঞ্জের 5G স্মার্টফোনের উপর ছাড় দেওয়া হচ্ছে। আপনি এখান থেকে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা এবং বড় অ্যামোলেড ডিসপ্লের iQOO Z7s 5G ফোনটি ৫০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট কিনতে পারবেন। এছাড়া ব্যাঙ্ক অফার রয়েছে।
iQOO Z7s 5G এর দাম ও অফার
iQOO Z7s 5G এর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ২৩,৯৯৯ টাকা। তবে অ্যামাজন সেলে এই ফোনটি ২১% ছাড়ের পরে ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া এইচডিএফসি ব্যাঙ্কের এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত ১,৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে, যার পরে ফোনটির দাম হবে ১৭,৪৯৯ টাকা।
শুধু তাই নয়, এইচএসবিসি ক্যাশব্যাক কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আলাদাভাবে ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। আবার পুরনো ফোন এক্সচেঞ্জ করে সর্বোচ্চ ১৬,৮৫০ টাকার পাওয়া যাবে। এই ফোনটি নরওয়ে ব্লু এবং প্যাসিফিক নাইট কালার অপশনে উপস্থিত।
iQOO Z7s 5G এর বিশেষত্ব
iQOO Z7s 5G স্মার্টফোনে রয়েছে ৬.৩৮ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, যা ১৩০০ নিট ব্রাইটনেস এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ আসা ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস কাস্টম স্কিন উপস্থিত। আর ফটোগ্রাফির জন্য এর রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেল ওআইএস প্রাইমারি লেন্স + ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।