OnePlus, Samsung-এর এই ফোনগুলি মিলছে দারুণ সস্তায়, কিনলে পাবেন আনলিমিটেড ডেটার অ্যাক্সেস

বলতে গেলে এখন গোটা দেশেই ছড়িয়ে পড়েছে Jio এবং Airtel-এর 5G নেটওয়ার্ক, আর এই সুবাদে প্রত্যেকেই আনলিমিটেড হাইস্পিড ডেটা...
Anwesha Nandi 28 May 2023 10:07 PM IST

বলতে গেলে এখন গোটা দেশেই ছড়িয়ে পড়েছে Jio এবং Airtel-এর 5G নেটওয়ার্ক, আর এই সুবাদে প্রত্যেকেই আনলিমিটেড হাইস্পিড ডেটা ব্যবহার করতে পারছেন। এমতাবস্থায় আপনার এলাকাতেও যদি 5G উপলব্ধ হয়, কিন্তু পুরোনো ফোনের কারণে আপনি তা ব্যবহার করার সুবিধা না পান, তাহলে এটি আপনার জন্য একটি নতুন 5G স্মার্টফোন কেনার সঠিক সময় হতে পারে। আসলে গতকাল অর্থাৎ ২৭শে মে থেকে Amazon India-র 5G Gear সেকশনে শুরু হয়েছে '5G Revolution Sale', যা মাসের শেষদিন মানে ৩১ তারিখ অবধি লাইভ থাকবে। এক্ষেত্রে এই বিশেষ বিক্রয়পর্ব চলাকালীন Amazon, বেস্ট সেলিং স্মার্টফোনগুলিতে ব্যাপক ছাড় দেবে, যার ফলে Samsung, Xiaomi থেকে শুরু করে iQOO-র মতো ব্র্যান্ডের ফোন পাওয়া যাবে সস্তাতেই। এখন আমরা Amazon Sale-এর এমনই কয়েকটি সেরা স্মার্টফোন ডিল সম্পর্কে আলোচনা করব।

Amazon-এর অফার, পুরোনো ফোন আপগ্রেড করুন 5G-তে

১. OnePlus 10 Pro 5G: আপনার যদি প্রিমিয়াম ৫জি স্মার্টফোন কেনার ইচ্ছে থাকে, তাহলে আপনি অ্যামাজন সেলে এই ফোনটি ৫৫,৪৯৯ টাকায় কিনতে পারবেন। এতে ২২,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও উপলব্ধ রয়েছে। আবার আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে পাওয়া যেতে পারে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড়।

ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি ফোনে পাবেন ১২০ হার্টজ রিফ্রেশ রেট বিশিষ্ট ৬.৭ ইঞ্চি এলটিপিও কিউএইচডি+ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি বিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

২. iQOO 11 5G: সেলে আপনি এই ফোন ৫৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও এতে ২৭,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে।

এই ফোনে মূল ফিচার বলতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে।

৩. Samsung M14 5G: বাজেট রেঞ্জে ফোন কিনতে চাইলে এটি ভালো বিকল্প হতে পারে। এটি এখন অ্যামাজনে বিক্রি হচ্ছে ১৪,৯৯৯ টাকায়। তবে পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে এটিতে ১৪,২০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে, যেখানে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ১,৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

এই ফোনটিতে ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি স্ক্রিন (রেজোলিউশন ১০৮০‌×২৪০৮ পিক্সেল), ৬,০০০ এমএএইচ ব্যাটারি, এক্সিনস ১৩৩০ অক্টা-কোর প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে।

৪. LAVA Blaze 5G: আপনি অ্যামাজন থেকে ১০,৯৯৯ টাকায় এই 'মেড ইন ইন্ডিয়া' ফোনটি কিনতে পারেন। এক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১,৫০০ টাকা ছাড় মিলবে।

এতে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ।

Show Full Article
Next Story