সস্তা হয়ে গেল Samsung ও OnePlus-এর এই দুটি 5G ফোন, 20000 টাকার কমে পাবেনভরপুর ফিচার

আপনি কি কোনোভাবে Amazon Great Republic Day Sale মিস করেছেন? এদিকে আপনার এখন ২০ হাজার টাকার কম দামে একটি নতুন 5G ফোন...
Anwesha Nandi 22 Jan 2024 11:03 AM IST

আপনি কি কোনোভাবে Amazon Great Republic Day Sale মিস করেছেন? এদিকে আপনার এখন ২০ হাজার টাকার কম দামে একটি নতুন 5G ফোন কেনার পরিকল্পনা রয়েছে? চিন্তার প্রয়োজন নেই, কেননা সেল শেষ হলেও Amazon India-র 5G স্টোর আপনার মুশকিল আসান করে দেবে। আসলে বর্তমানে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি বেশ কিছু ব্র্যান্ডেড 5G হ্যান্ডসেটের ওপর দুর্দান্ত অফার দিচ্ছে। আর এই অফার কাজে লাগিয়েই আপনি বাম্পার ডিসকাউন্টে Samsung Galaxy A14 5G এবং OnePlus Nord CE 3 Lite-এর মতো স্মার্টফোন কিনতে পারবেন। এই ডিভাইসগুলিতে আকর্ষণীয় ক্যামেরার পাশাপাশি আরও অনেক কাজের ফিচার রয়েছে। চলুন, এখন এই দুটি ফোন কতটা সস্তায় কেনা যাবে এবং এগুলিতে কী ফিচার আছে তা জেনে নিই।

সেল শেষেও এই দুটি 5G ফোনে Amazon দিচ্ছে নজরকাড়া অফার

১. Samsung Galaxy A14 5G: এর ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১৮,৪৯৯ টাকা হলেও, এখন এটি অ্যামাজন থেকে ১৪,৪৯৮ টাকায় কেনা যাবে। ব্যাঙ্ক অফারে এই ফোনের দাম আরও হাজার টাকা কমানো যাবে, সাথে থাকবে ১৩,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও (শর্তাবলি প্রযোজ্য)। সেক্ষেত্রে সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে আপনি ফোনটি জলের দলে তো পাবেনই, তবে যদি তা অ্যাপ্লিকেবল না হয় আর আপনি একসাথে এর পুরো দাম মেটাতে না চান, তাহলে ৭০৩ টাকার ইএমআইয়েও এটি পেতে পারেন।

এই স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০৮ পিক্সেল) এলসিডি ডিসপ্লে, এক্সিনস ১৩৩০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

২. OnePlus Nord CE3 Lite 5G: ৮ জিবি ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত এই ফোনটির মূল্য ১৯,৯৯৯ টাকা। এক্ষেত্রে অ্যামাজন এর দামের ওপর কোনো ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছেনা, তবে ব্যাঙ্ক অফারে আপনি এটি ১,০০০ টাকা সস্তায় কিনতে পারেন। সাথে থাকবে হাজার টাকার কুপন ডিসকাউন্টও। এছাড়া সবচেয়ে বড় ব্যাপার হল যে কেনাকাটার সময় পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে ১৮,৯০০ টাকা পর্যন্ত ভ্যালু পাওয়া যেতে পারে।

ফিচার বলতে এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

Show Full Article
Next Story