নেই সেল, তাও একসাথে 3টি আইফোনে বাম্পার ছাড় দিচ্ছে Amazon, সস্তায় পাবেন iPhone 15-ও
আপনি কি দীর্ঘদিন ধরে আইফোন কেনার পরিকল্পনায় আছেন, এদিকে আপনার চাই কোনো সস্তা অফার? তাহলে আর দেরি করবেননা, কেননা Amazon...আপনি কি দীর্ঘদিন ধরে আইফোন কেনার পরিকল্পনায় আছেন, এদিকে আপনার চাই কোনো সস্তা অফার? তাহলে আর দেরি করবেননা, কেননা Amazon India-র 5G Super Store-এ এখন Apple iPhone 14, iPhone 14 Plus এমনকি লেটেস্ট iPhone 15 মডেলও দারুণ সস্তায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি আকর্ষণীয় ব্যাঙ্ক অফার, ক্যাশব্যাক এবং মোটা টাকার এক্সচেঞ্জ অফার কাজে লাগিয়ে দারুণ সাশ্রয় করা যেতে পারে। তো চলুন, এখন Amazon 5G Super Store-এর এই অফারগুলি এক নজরে দেখে নেওয়া যাক।
এই আইফোনগুলিতে সেরা অফার দিচ্ছে Amazon
১. iPhone 14: এই আইফোনটির ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট (মিডনাইট কালার) অ্যামাজনে এখন ৬২,৮০০ টাকায় উপলব্ধ। এক্ষেত্রে ব্যাঙ্ক অফারে ৩ হাজার টাকা পর্যন্ত দাম কমাতে পারেন, সাথে পাবেন ৩,১৪০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও। এছাড়া থাকছে ৪৪,২৫০ টাকার এক্সচেঞ্জ অফার।
অ্যাপল আইফোন ১৪-তে রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.১ ইঞ্চি এক্সডিআর ওলেড (XDR OLED) ডিসপ্লে, ৫ কোর জিপিইউসহ এ১৫ বায়োনিক প্রসেসর, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে, ২০ ওয়াট চার্জিং সাপোর্ট, ৩,২৭৯ এমএএইচ ব্যাটারি এবং ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।
২. iPhone 14 Plus: এই আইফোনটির ১২৮ জিবি বেস ভ্যারিয়েন্টটির দাম শুরু হচ্ছে ৬২,৯৯৯ টাকা থেকে। ব্যাঙ্ক অফারে এর দাম আরও ৩ হাজার টাকা পর্যন্ত কমাতে পারবেন, মিলবে ৩,১৫০ টাকার ক্যাশব্যাকও। এছাড়া এক্সচেঞ্জ অফারে ৫০,৯৫০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারেন।
আইফোন ১৪ প্লাসে ৬.৭ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, এ১৫ বায়োনিক চিপসেট ৪,৩২৩ এমএএইচ ব্যাটারি, ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের মতো ফিচার বর্তমান।
৩. iPhone 15: অ্যামাজনের ৫জি সুপারস্টোরে এই আইফোনের ১২৮ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন ৭১,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে দামের ওপর ৪,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ৩,৫৭৫ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা কাজে লাগানো যাবে। মিলবে ৪৮,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও।
লেটেস্ট আইফোন ১৫ মডেলে ডায়নামিক আইল্যান্ডসহ ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, এ১৬ বায়োনিক প্রসেসর, ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।