সস্তায় 200MP ক্যামেরার ফোন কেনার সুযোগ দিচ্ছে Amazon, Flipkart, দাম-ফিচার দুইই চমকে দেবে
মোবাইল ফটোগ্রাফি এখন অধিকাংশেরই অন্যতম শখের বিষয়। সেক্ষেত্রে আপনি যদি চলতি মে মাসের শেষে এসে একটি ভালো ক্যামেরা ফোন কিনে...মোবাইল ফটোগ্রাফি এখন অধিকাংশেরই অন্যতম শখের বিষয়। সেক্ষেত্রে আপনি যদি চলতি মে মাসের শেষে এসে একটি ভালো ক্যামেরা ফোন কিনে তা দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে সবাইকে তাক লাগিয়ে দিতে চান, এদিকে আপনার খেয়াল থাকে নিজের পকেটের দিকেও, তাহলে Flipkart ও Amazon India-র দুটি দুর্দান্ত অফার আপনার কাজে আসবে। আসলে এই দুই প্রধান ই-কমার্স প্ল্যাটফর্মই এখন Redmi এবং Realme-র দুটি 200MP ক্যামেরাওয়ালা 5G স্মার্টফোনে বাম্পার অফার দিচ্ছে। এগুলি আপনি ৩০ হাজার টাকা বা তারও কম খরচে হাতে পেয়ে যাবেন। আসুন তবে, এক নজরে দেখে নিই কোন ফোনে কী অফার মিলছে এবং তাতে কী কী ফিচার আছে…
এই দুটি ক্যামেরা ফোন সস্তা দামে বেচছে Flipkart, Amazon
- Redmi Note 13 Pro+ 5G: বর্তমানে ফ্লিপকার্টে এই ফোনটি ৩৫,৯৯৯ টাকার বদলে ৩২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সাথে আছে ৩,০০০ টাকার ব্যাঙ্ক অফার এবং ৩২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার (শর্তাবলি প্রযোজ্য) কাজে লাগানোর সুযোগ।
স্মার্টফোনটি ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের পাশাপাশি ১২০ হার্টজ ৬.৬৭ ইঞ্চি 1.5K কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র্যাম, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে।
- Realme 11 Pro+ 5G: এই ফোনের ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৩২,৯৯৯ টাকা, তবে অ্যামাজন ইন্ডিয়ায় এখন এটি হাজার টাকা ছাড়ে ৩১,৯৯৯ টাকায় পাবেন। এক্ষেত্রে তেমন কোনো ব্যাঙ্ক অফারের সুবিধা নেই, তবে পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে ৩০,০০০ টাকা পর্যন্ত বাঁচানো যেতে পারে।
ফিচার বলতে এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস সেন্সরযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। সাথে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি কার্ভড ভিশন ওলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, ৫,০০০ ব্যাটারি, ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মতো ফাংশন।