মাত্র 999 টাকায় OnePlus Nord স্মার্টফোন, পয়সা উসুল ডিসকাউন্ট দিচ্ছে Amazon

OnePlus কোম্পানির স্মার্টফোনগুলি বাজারে অত্যন্ত জনপ্রিয়। সেক্ষেত্রে আপনি যদি কম দামে এই ব্র্যান্ডের কোনো একটি...
Anwesha Nandi 16 March 2023 3:19 PM IST

OnePlus কোম্পানির স্মার্টফোনগুলি বাজারে অত্যন্ত জনপ্রিয়। সেক্ষেত্রে আপনি যদি কম দামে এই ব্র্যান্ডের কোনো একটি হ্যান্ডসেট কিনতে চান, বিশেষত আপনার যদি সস্তা OnePlus Nord CE 2 Lite 5G মডেল কেনার পরিকল্পনা থেকে থাকে, তাহলে এখন একেবারে জলের দরেই সেই ইচ্ছেপূরণ হতে পারে! আসলে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য বিশেষভাবে পরিচিত OnePlus-এর এই বাজেট স্মার্টফোনটি বর্তমানে Amazon India-তে বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এমত পরিস্থিতিতে সব অফার কাজে লাগিয়ে আপনি মাত্র হাজার টাকার কাছাকাছি খরচ করেই Nord CE 2 Lite 5G হাতের মুঠোয় পাবেন।কীভাবে? এখন বলব সেই বিষয়েই…

OnePlus Nord CE 2 Lite 5G-এ মিলছে জব্বর অফার, মিস করলে লস

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ১৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে এখন এটি হাজার টাকা ছাড়ে ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ইএমআই ট্রানজাকশন করলে আরও কিছুটা ছাড় পাওয়া যাবে। আগ্রহীরা মাসিক ৯০৮ টাকার ইএমআইতে ফোনটি কিনতে পারবেন।

তবে সবচেয়ে আশ্চর্যজনক হল ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি-তে উপলব্ধ এক্সচেঞ্জ অফার – এক্ষেত্রে যদি কেউ পুরনো ফোনের বিনিময়ে এই ফোনটি কেনেন, তাহলে তিনি এর দাম ১৮,০০০ টাকা পর্যন্ত কমাতে পারবেন। অর্থাৎ সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে, নর্ড সিই ২ লাইট ৫জি কেনার সামগ্রিক খরচ দাঁড়াবে মাত্র ৯৯৯ টাকায়!

OnePlus Nord CE 2 Lite 5G-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনে ৬.৪৩ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ১০৮০×২৪১২ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরের সাহায্যে চলে, যেখানে এতে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা দেওয়া হয়েছে। এর ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ। এদিকে ইউজাররা এতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। সাথে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Show Full Article
Next Story