Amazon Offer: লাগবেনা হাজার হাজার টাকা, 500 টাকা বা তারও কম খরচে কিনে নিন নতুন Smartphone
কোনো উপলক্ষ-সেল থাক বা না থাক, Amazon India-র মতো প্ল্যাটফর্মগুলিতে রোজই তুলনামূলক সস্তায় বাড়ি বসে কেনাকাটা করা যায়।...কোনো উপলক্ষ-সেল থাক বা না থাক, Amazon India-র মতো প্ল্যাটফর্মগুলিতে রোজই তুলনামূলক সস্তায় বাড়ি বসে কেনাকাটা করা যায়। সেক্ষেত্রে আপনি যদি এখন কম দামে বিশেষত একসাথে কয়েক হাজার টাকা না দিয়ে মাসিক কিস্তিতে কোনো স্মার্টফোন কিনতে চান, তাহলে Amazon আপনাকে চাহিদামতো Samsung, Poco এবং Redmi-র কিছু মডেল সহজেই হাতে তুলে দেবে। আপনি ১০ হাজার টাকারও কম দামের কয়েকটি দুর্দান্ত স্মার্টফোন ৫০০ টাকা বা তারও কম অ্যামাউন্টের ইএমআইয়ে কিনতে পারবেন। তাই কোনো কারণে টাকার অকুলান থাকলে বা অন্য কোনো সমস্যায় ফোন কেনার থাকলে পুরোটা পড়ুন…
Amazon থেকে মাসে দু-চারশো টাকা দিয়ে কিনুন এই তিনটি বাজেট ফোন
১. Redmi A2: এই ফোনটি ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটযুক্ত ৬.৫২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর, ৩ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার সেটআপ অফার করবে।
অ্যামাজনে ফোনটির ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫,৪৯৯ টাকা থেকে শুরু। তবে এটি ৫,২০০ টাকার এক্সচেঞ্জ অফার (শর্তাবলি প্রযোজ্য) এবং ২৬৭ টাকার ইএমআই স্কিম কাজে লাগিয়ে কেনা যাবে।
২. POCO C51: ফোনটিতে ৬.৫২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮ মেগাপিক্সেল এআই (AI) ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন।
এর ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫,৯৯৯ টাকা। তবে আপনি এতে ৫,৬৫০ টাকার এক্সচেঞ্জ অফার পাবেন, আবার একসাথে পুরো টাকা ব্যয় করতে না চাইলে কাজে লাগাতে পারেন ২৯১ টাকার মাসিক কিস্তি বা ইএমআই স্কিমও।
৩. Samsung Galaxy M04: এই ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
স্মার্টফোনটির ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৭,৯৯৯ টাকা। এর সাথে ৪৩৬ টাকার মাসিক ইএমআই, ৫০০ টাকার ব্যাঙ্ক অফার এবং ৮,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পেতে পারেন।