61 হাজার টাকা পর্যন্ত ছাড় Samsung ও Apple-এর এই স্মার্টফোনে, ধামাকা অফার দিচ্ছে Amazon
এখনকার সময়ে বেশিরভাগ স্মার্টফোন (Smartphone) কোম্পানিই প্রিমিয়াম সেগমেন্টের ওপর তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিচ্ছে। আর...এখনকার সময়ে বেশিরভাগ স্মার্টফোন (Smartphone) কোম্পানিই প্রিমিয়াম সেগমেন্টের ওপর তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিচ্ছে। আর বেশি ফিচার তথা উন্নতমানের পারফরম্যান্স পেতে অধিকাংশ মানুষও এই ধরণের স্মার্টফোনগুলিকে বেছে নিচ্ছেন, যদিও এই মোবাইলগুলির দাম বেশ বেশি। এমতাবস্থায় আপনি যদি বর্তমানে প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন কিনতে চান তাও আবার কম দামে, তাহলে আপনার জন্য আজ রয়েছে দারুণ খবর! এই মুহূর্তে Amazon India-র 5th Gear Store-এ কিছু দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে, যেগুলি কাজে লাগিয়ে আপনি MRP-র থেকে খুব সস্তা দামে OnePlus, Samsung এবং Apple-এর সেরা স্মার্টফোনগুলি কিনতে পারবেন। এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও পাওয়া যাবে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা। আসুন, এখন Amazon প্রদত্ত তিনটি সেরা ডিল এক নজরে দেখে নিই।
Amazon-এর বিশেষ অফার, সস্তায় কিনুন এই ৩টি প্রিমিয়াম স্মার্টফোন
১. OnePlus 11R 5G: এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৩৯,৯৯৯ টাকা। এক্ষেত্রে অ্যামাজনের অফারে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে এই ফোনটি ১,৫০০ টাকা ডিসকাউন্ট দিয়ে কেনা যাবে। এছাড়া এতে মিলবে ৩৭,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও।
ফিচার বলতে ফোনটিতে মিলবে ৬.৭ ইঞ্চি সুপার ফ্লুইড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।
২. Samsung Galaxy S23 Ultra 5G: এই প্রিমিয়াম ফোনটির আসল দাম ১,৪৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজন এতে ৩০% ছাড় দিচ্ছে, যার ফলে ১,০৪,৯৫০ টাকায় এর দাম নেমে এসেছে। এক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অফারে ফোনটির দাম আরও ১,৫০০ টাকা কমাতে পারবেন। আবার পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে পাবেন ৬১,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও (শর্তাবলি প্রযোজ্য)।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রাতে রয়েছে বড় ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেটযুক্ত ৬.৮ ইঞ্চি কোয়াডএইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২এক্স ইনফিনিটি-ও ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স (LPDDR5x) র্যাম, ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
৩. iPhone 14 Pro: এই আইফোনের ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১,২৯,৯০০ টাকা। তবে অফারে এটি ১,১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সাথে আছে ৩,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং ৬১,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগানোর সুবিধা।
আইফোন ১৪ প্রো-তে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটযুক্ত ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর (XDR) ডিসপ্লে, ৬ কোর এ১৬ বায়োনিক প্রসেসর, ৩,২০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেখা যাবে।