সস্তার সস্তা! OnePlus ও Samsung-এর এই দুটি সাশ্রয়ী 5G ফোন এখন পাবেন আরও কম দামে, দেখুন অফার
এই মুহূর্তে হোলির আনন্দে মেতে রয়েছে চারদিক। ছোটো থেকে বড়, যেকোনো বয়েসের মানুষই বিভিন্ন রঙে এবং মেজাজে রঙিন হয়ে আছেন।...এই মুহূর্তে হোলির আনন্দে মেতে রয়েছে চারদিক। ছোটো থেকে বড়, যেকোনো বয়েসের মানুষই বিভিন্ন রঙে এবং মেজাজে রঙিন হয়ে আছেন। তবে উৎসবের মুখে আপনি যদি 5G ফিচারওয়ালা একটি নতুন ফোন কেনার ভাবেন, তাও আবার 10 হাজার কিংবা 20 হাজার টাকা বাজেটে, তাহলে আপনার জন্যে এই প্রতিবেদনে রয়েছে দুটি দারুণ বিকল্পের হদিশ। আসলে Amazon India-র টপ উইক ডিলে, OnePlus এবং Samsung-এর দুটি সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোনগুলি আরও কম দামে কেনার সুযোগ মিলছে – আপনি Samsung Galaxy M14 5G বা OnePlus Nord CE 3 Lite 5G ফোন অর্ডার করলে ফ্ল্যাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফারের পাশাপাশি ক্যাশব্যাক এবং শক্তিশালী এক্সচেঞ্জ বোনাসও কাজে লাগাতে পারবেন। বদলে পাবেন দারুণ সব কাজের ফিচার। চলুন, ঝটপট দেখে নিই Samsung Galaxy M14 5G ও OnePlus Nord CE 3 Lite 5G কিনতে কত টাকা খরচ হবে এবং এগুলিতে ঠিক কী কী ফিচার আছে।
এখন Amazon থেকে এই দুটি ফোন কিনলে ভীষণ লাভ!
- Samsung Galaxy M14 5G: এই ফোনের 4 জিবি এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 17,990 টাকা, কিন্তু সেলে এটি 9,990 টাকায় কেনা যাচ্ছে। সাথে আছে 850 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট, 500 টাকার ক্যাশব্যাক এবং 9,450 টাকার এক্সচেঞ্জ অফারের সুবিধা।
স্মার্টফোনটিতে 6.6 ইঞ্চি এইচডি+ (রেজোলিউশন 2408×1080 পিক্সেল) এলসিডি ডিসপ্লে, এক্সিনস 133, প্রসেসর, 6 জিবি পর্যন্ত র্যাম, 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, 6,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে।
- OnePlus Nord CE3 Lite 5G: 8 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত এই ফোনটির দাম 19,999 টাকা হলেও, সাধারণত অ্যামাজনে এটি 2 হাজার টাকা ফ্ল্যাট 17,999 টাকায় পাওয়া যায়। আবার এখন অফারে এই স্মার্টফোনে 1,000 টাকার ব্যাঙ্ক অফার ও 900 টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলছে। অন্যদিকে পুরোনো ফোন বদলে নিয়ে এটি কিনলে 16,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে। থাকবে ইএমআইয়ে কেনাকাটার সুবিধাও।
ফিচার বলতে এতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চি ফুল-এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, 67 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।