OnePlus এর তিনটি সেরা ফোনে বাম্পার ডিসকাউন্ট, সুযোগ হাতছাড়া করবেন না, ২৪ হাজার টাকা পর্যন্ত সস্তা

আসন্ন বড়দিন উপলক্ষ্যে ই-কমার্স সাইট Amazon -এ চলছে 'End of Season Sale'। আলোচ্য সেলে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টের সাথে...
techgup 21 Dec 2022 9:54 PM IST

আসন্ন বড়দিন উপলক্ষ্যে ই-কমার্স সাইট Amazon -এ চলছে 'End of Season Sale'। আলোচ্য সেলে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টের সাথে বাম্পার ডিসকাউন্ট অফার করা হচ্ছে। তবে বরাবরের মতো এবারও স্মার্টফোন সেগমেন্ট নজর কাড়ছে। এক্ষেত্রে আজ আমরা আলোচ্য অনলাইন শপিং সাইটে সর্বাধিক সেরা অফারের সাথে উপলব্ধ OnePlus ব্র্যান্ডিংয়ের ৩টি দুর্দান্ত স্মার্টফোনের খোঁজ দেব আপনাদের। এই তালিকায় সামিল রয়েছে - OnePlus 10 Pro 5G, OnePlus 10T 5G এবং OnePlus Nord 2T 5G। উল্লেখিত প্রত্যেকটি মডেলে একাধিক অ্যাডভান্স ফিচার ছাড়াও ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মিলবে। সর্বোপরি ব্যাঙ্ক কার্ড অফার এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট সহ এই স্মার্টফোনগুলিকে ২৩,৩০০ টাকা পর্যন্ত সাশ্রয় করে পকেটস্থ করা যাবে। ফলে এমন লোভনীয় অফার যদি হাতছাড়া করতে না চান তবে আমাদের এই প্রতিবেদন থেকে Amazon End of Season Sale -এ উক্ত OnePlus স্মার্টফোন-ত্রয়ীকে কত টাকা কমে অর্ডার করা যাবে তা দেখে নিন।

Amazon End of Season Sale -এ OnePlus স্মার্টফোনের উপর অফার

OnePlus 10 Pro 5G :

ওয়ানপ্লাস ১০ সিরিজের সবচেয়ে শক্তিশালী এই স্মার্টফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ৬৬,৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজন আয়োজিত এই সেল চলাকালীন আলোচ্য ফোনটিকে ব্যাঙ্ক কার্ড অফার সহ ৫৫,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার পুরোনো মোবাইল পরিবর্তন করে এই স্মার্টফোনটি কিনলে ১৩,৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও মিলবে। যারপর এটিকে মাত্র ৪২,৬৯৯ টাকা খরচ করে কিনে নেওয়া যাবে। এই ফোনকে - ভলকানিক ব্ল্যাক এবং এমেরাল্ড ফরেস্ট কালারে পাওয়া যাচ্ছে।

ফিচার - ডুয়েল সিমের ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি ফোনে দেখা যাবে গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৭-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস (৩,২১৬ x ১,৪৪০ পিক্সেল) এলটিপিও ২.০ ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট (১ হার্টজ- ১২০ হার্টজ), ৯২.৭% স্ক্রিন-টু-বডি রেশিও ও ১০ বিট কালার ডেপ্থ অফার করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য, এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেন ওএস ১২ (OxygenOS 12) ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। এতে ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ মিলবে। তদুপরি, সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ওয়ানপ্লাস ১০ প্রো স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এগুলি হল – ৪৮ মেগাপিক্সেল Sony IMX789 সেন্সর, ১৫০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL J1 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং OIS ও ৩.৩এক্স অপটিক্যাল জুম সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। আবার, ডিসপ্লের পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেলফি ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়েল সেল ব্যাটারি রয়েছে, যা ৮০ ওয়াট সুপারভোক এবং ৫০ ওয়াট এয়ারভোক ফাস্ট চার্জিং প্রযুক্তির সমর্থন সহ এসেছে। এই ফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে।

OnePlus 10T 5G :

এই লেটেস্ট ওয়ানপ্লাস স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পকে ৪৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে আলোচ্য সেলে এটিকে ব্যাঙ্ক কার্ড অফার সহ মাত্র ৪৪,৯৯৯ টাকায় কেনার সুযোগ পেয়ে যাচ্ছেন ক্রেতারা। যদিও প্রযোজ্য এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারলে উক্ত মডেলকে ১৩,৩০০ টাকা পর্যন্ত সাশ্রয় করে কিনে নেওয়া যাবে। এক্ষেত্রে পুরো এক্সচেঞ্জ ডিসকাউন্ট হস্তগত করার পর ফোনটির দাম কমে ৩১,৬৯৯ টাকা হয়ে যাবে।

ফিচার - ওয়ানপ্লাস ১০টি ৫জি স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪১২ পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা লো-টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড (LTPO) প্রযুক্তির ওপর ভিত্তি করে নির্মিত। এই ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, এসআরজিবি (sRGB) কালার গ্যামেট, ১০-বিট কালার ডেপ্থ এবং এইচডিআর১০+ টেকনোলজি সাপোর্ট করে। এই ফ্ল্যাগশিপ ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২.১ (OxygenOS 12.1) কাস্টম স্কিনে রান করে। ফটোগ্রাফির জন্য উক্ত ফোনে ডুয়াল এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX769 প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার ও ১১৯.৯-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আর ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তদুপরি, পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাস ১০টি ফোনে ৪,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়েল-সেল ব্যাটারি আছে, যা ১৫০ ওয়াট সুপারভোক এন্ডিওরেন্স এডিশন ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচারও মিলবে।

OnePlus Nord 2T 5G :

নর্ড-সিরিজ অন্তর্গত এই স্মার্টফোনকে ভারতে ২৮,৯৯৯ টাকায় অফিসিয়াল করা হয়েছিল। এই দাম ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। অফারের কথা বললে, ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ওয়ানপ্লাস নোর্ড ২টি ৫জি -এর এই স্টোরেজ কনফিগারেশনকে সেলে কেবল ২৫,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার বিদ্যমান মোবাইল আপগ্রেড করে এই ৫জি ফোনটি কিনলে ১৩,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু প্রাপ্ত করতে পারলে আলোচ্য হ্যান্ডসেটকে মাত্র ১২,৬৯৯ টাকায় কেনা সম্ভব।

ফিচার - ডুয়াল-সিমের (ন্যানো) ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইল এবং এটি ২০:৯ এসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর সহ এসেছে এবং অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২.১ দ্বারা চালিত। ছবি তোলার জন্য ডিভাইসে ডুয়াল-এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল – OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শ্যুটার এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। অন্যদিকে, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য উক্ত ডিভাইসের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেন্সর রয়েছে। ৫জি কানেক্টিভিটির এই ওয়ানপ্লাস হ্যান্ডসেটে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়াল-সেল ব্যাটারি আছে, যা ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সমর্থন করে।

Show Full Article
Next Story