Amazon Sale: iPhone থেকে Samsung-এর লেটেস্ট ফোন কিনুন দারুণ ছাড়ে, আছে EMI-এর সুবিধাও
অক্টোবর মাসের গোড়া থেকে শুরু হওয়া Amazon Great Indian Festival সেল এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আর আসন্ন দীপাবলি...অক্টোবর মাসের গোড়া থেকে শুরু হওয়া Amazon Great Indian Festival সেল এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আর আসন্ন দীপাবলি উপলক্ষে বিক্রয়পর্বের এই শেষ মুহূর্তেও অনেক নামী ব্র্যান্ডের স্মার্টফোনে বাম্পার ছাড় দিচ্ছে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি। ফলত আপনি যদি এখন Apple iPhone থেকে শুরু করে OnePlus, Samsung বা Xiaomi-র স্মার্টফোন কম দামে কিনতে চান, তাহলে সেই ইচ্ছেপূরণের জন্য আপনাকে বেশি বেগ পেতে হবেনা। এমনকি Amazon Great Indian Festival-এ ছাড়ের পাশাপাশি আপনি কিস্তিতে পছন্দের হ্যান্ডসেটটি পকেটস্থ করতে পারবেন। আপনার সুবিধার জন্য আজ আমরা এখানে পাঁচ-পাঁচটি স্মার্টফোনের কথা বলব, যেগুলি সেলে ভালো ডিসকাউন্ট এবং ইএমআই (EMI) অফারে উপলব্ধ। তো আসুন, ঝটপট দেখে নিই Amazon Great Indian Festival-এর সেই সেরা অফারগুলি।
এই পাঁচটি ফোনে এখন সেরা অফার দিচ্ছে Amazon India
১. Apple iPhone 13: এই আইফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৫৯,৯০০ টাকা, যা অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে বর্তমানে ১৬ শতাংশ ছাড়ে ৫০,৪৯৯ টাকায় কেনা যাবে। সাথে থাকবে ৪৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার, যেখানে আইডিএফসি (IDFC), আইসিআইসিআই (ICICI), ওয়ানকার্ড (OneCard) এবং ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)-র কার্ডে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। এটি মাসিক ২,৪৪৮ টাকার ইএমআইয়ের বিনিময়েও কিনতে পারেন।
২. Samsung Galaxy S23 FE: এই ফোনের ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪,৯৯৯ টাকা হলেও, এখন এটি ৬৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া এতে পাবেন ৫০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক কার্ডে ১০% ছাড় এবং মাসিক ৩,১৫১ টাকার ইএমআইয়ের অপশন।
৩. OnePlus Nord CE 3 Lite 5G: ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ বিশিষ্ট এই ফোনটি এখন ডিসকাউন্টে ২১,৯৯৯ টাকায় পাবেন। মিলবে ১৯,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার, নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ডে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং মাসিক ১,০৬৭ টাকার মতো ইএমআই বিকল্প।
৪. Redmi 12 5G: এই ফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১৭,৯৯৯ টাকা, যা এখন ২৫ শতাংশ ছাড়ে ১৩,৪৯৯ টাকায় কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন। এতে ১২,৭০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার, আইডিএফসি, আইসিআইসিআই, ওয়ানকার্ড এবং ব্যাঙ্ক অফ বরোদার কার্ডে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং প্রতি মাসে ৬৫৪ টাকার কিস্তির সুবিধা উপলব্ধ।
৫. Realme Narzo N53: তালিকার এই ফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১০,৯৯৯ টাকা, তবে অ্যামাজন এখন এতে ২৭ শতাংশ ছাড় দিচ্ছে, যার ফলে এটি কিনতে খরচ হবে ৭,৯৯৯ টাকা। এটি মাসিক ৩৮৮ টাকার ইএমআইয়ের বিনিময়ে কেনা যাবে। পাবেন ৭,৫৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ১০% ব্যাঙ্ক ডিসকাউন্টের অপশনও।