প্রিমিয়াম ফোনে 8000 টাকা ছাড়, ইয়ারবাড মিলবে মাত্র 499 টাকায়, বাম্পার অফার নিয়ে শুরু Amazon Sale
Amazon Festive Sale: দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় ৮ই অক্টোবর দিনটি এসেই গেছে, আর পূর্ব ঘোষণা মতই ঘড়ির কাঁটায় রাত ১২টা...Amazon Festive Sale: দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় ৮ই অক্টোবর দিনটি এসেই গেছে, আর পূর্ব ঘোষণা মতই ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই এবারের Amazon Great Indian Festival সেল সবার জন্য লাইভ করেছে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon India। এক্ষেত্রে প্রতিবারের মতোই এই বিশেষ বিক্রয়পর্বে বিভিন্ন প্রোডাক্ট বাড়িতে বসে দুর্দান্ত ডিসকাউন্টে কেনা যাবে। তবে উৎসবের এই মরসুমে আপনি যদি স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমাদের এই খবরটি আপনার বেশ খানিকটা কাজে আসবে। আসলে Amazon Great Indian Festival, কোম্পানির অন্যতম বড় বার্ষিক সেল, আর এতে প্রচুর ফোনের ওপর ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু এই প্রতিবেদনে আমরা ফোনে উপলব্ধ সেরা সমস্ত অফার আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনি নিজের জন্য সঠিক মডেলটি সহজেই বেছে নিতে পারবেন।
শুরু হয়ে গেছে Amazon Sale, এক নজরে দেখে নিন ফোনের সেরা অফার
- চলতি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Samsung Galaxy S23 ফোনটি ৬,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে কেনা যাবে। সাথে থাকবে ৮,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।
- লেটেস্ট Samsung Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5 কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআইয়ের সুবিধা দিচ্ছে অ্যামাজন। আপনি এই বহুমূল্য ডিভাইসগুলি প্রতি মাসে ৭,৭৪৯ টাকার কিস্তিতে কিনতে পারবেন।
- এই মুহূর্তে কোয়াড কার্ভড ডিসপ্লেযুক্ত Honor 90 5G ফোন ২৬,৯৯৯ টাকা দামে কেনা যাবে।
- সম্প্রতি লঞ্চ হওয়া Nokia G42 5G ফোনটি ১০,৭৯৯ টাকায় কেনা যাবে।
- OnePlus Nord CE 3 Lite 5G, Xiaomi 13 Pro 5G, Motorola Razr 40 Ultra এবং iQOO Z7 Pro 5G কিনতে চাইলেও আপনি হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন।
- itel S23+ কেনার জন্য খরচ হবে ১২,৯৯৯ টাকা। এক্ষেত্রে ব্যাঙ্ক অফারও কাজে লাগানো যাবে।
- Redmi Note 12 5G মডেল ১৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, কিন্তু ব্যাঙ্ক অফারে এটি ১৩,৭৪৯ টাকায় কেনা যাবে।
- iQOO Neo 7 Pro সেলে ৪,০০০ টাকা ছাড়ে মিলছে, এর দাম পড়বে ৩০,৯৯৯ টাকা।
Amazon Great Indian Festival: আছে আরও অফার
- অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Redmi Buds 4 Active অডিও প্রোডাক্টটি ৮৯৯ টাকা দামে পাওয়া যাবে। যেখানে Noise, Boat এবং Fire-Boltt ইত্যাদি কোম্পানির স্মার্টওয়াচগুলির দাম শুরু হচ্ছে ১,৪৯৯ টাকা থেকে।
- Apple Watch SE (GPS + Cellular) মডেল সেলে ২৯,৯৯০ টাকার বদলে ২৯,৯৯০ টাকায় মিলবে।
- এই সময় MacBook Air M1 মডেল সর্বনিম্ন ৬২,৯৯০ টাকায় কেনা যাবে।
- অ্যামাজন থেকে এখন pTron Bassbuds মাত্র ৪৯৯ টাকায় পেতে পারেন।
- Kodak-এর ৪৩-ইঞ্চি Matrix QLED টিভি এই সেলে ২২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে এর আসল দাম ৩১,৯৯৯ টাকা। একইভাবে Redmi Smart Fire TV ৪৩-ইঞ্চি মডেল Amazon-এর সেলে ৪২,৯৯৯ টাকার বদলে মাত্র ১৯,৯৯৯ টাকায় পেতে পারেন।