Amazon Sale: পুরো ৭৬,২৫০ টাকা ছাড় মিলছে Samsung-এর এই স্মার্টফোনে
গত সপ্তাহে Flipkart-এর পুজো সেল মানে Big Billion Days শেষ হওয়ার পর শুরু হয়েছিল Big Dussehra Sale; আজ সেই সেলেরও শেষ...গত সপ্তাহে Flipkart-এর পুজো সেল মানে Big Billion Days শেষ হওয়ার পর শুরু হয়েছিল Big Dussehra Sale; আজ সেই সেলেরও শেষ দিন। কিন্তু ই-কমার্স জায়ান্টের দু-দুটি ফেস্টিভ সেল পাততাড়ি গোটালেও, Big Billion Days-এর সাথে একইদিনে শুরু হওয়া Amazon Great Indian Festival সেল বর্তমানে লাইভ রয়েছে। শুধু তাই নয়, এই সেলটি কবে শেষ হবে তার দিনক্ষণ এখনো নিশ্চিত হয়নি। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে Samsung Galaxy Fold 3 স্মার্টফোন কিনতে চান, তাহলে এই Great Indian Festival আপনার জন্য অত্যন্ত ফায়দামন্দ্ হতে পারে। আসলে এই সেল 'Extra Happiness Days' শীর্ষক দ্বিতীয় পর্বে প্রবেশ করেছে, যা স্মার্টফোনের বিস্তৃত রেঞ্জে ছাড় দিচ্ছে। আর সেলটির এই অফারের দরুনই ফোল্ডেবল Galaxy Fold 3 স্মার্টফোনটি বাম্পার ডিসকাউন্টে কেনার সুযোগ মিলছে। এই ডিসকাউন্টের পরিমাণ এতই বেশি যে গ্যাজেটপ্রেমীরা চাইলে একইসাথে একটি iPhone-ও কিনে ফেলতে পারবেন। এখন নিশ্চয়ই ভাবছেন কী অফার মিলছে Samsung Galaxy Fold 3-তে? তাহলে আসুন এখন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।
Galaxy Fold 3-তে iPhone-এর দামের পরিমাণ ছাড় দিচ্ছে Amazon
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের লিস্টিং অনুযায়ী, সেল চলাকালীন গ্যালাক্সি জেড ফোল্ড ৩-এর দামের ওপর ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ফলত স্যামসাংয়ের তৃতীয় প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোনটি এখন ১,৭১,৯৯৯ টাকার বদলে ১,১৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। তবে এক্ষেত্রে আগ্রহী ক্রেতারা ফোন কেনার সময় ১০,০০০ টাকার কুপন ব্যবহার করতে পারবেন, যার ফলে ফোনের দাম ১,০৯,৯৯৯ টাকায় নেমে আসবে।
তবে অফার এখানেই শেষ নয় কিন্তু! ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও, আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্যালাক্সি জেড ফোল্ড ৩ কিনলে গ্রাহকরা ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (১,২৫০ টাকা পর্যন্ত) পেতে পারেন। এরই সাথে থাকবে ১৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস কাজে লাগানোর সুযোগ। ফলে সমস্ত অফার মিলিয়ে এই ফোনে ৭৬,২৫০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে।
Samsung Galaxy Z Fold 3-এর স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ মডেলে ache ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৭.৬ ইঞ্চি প্রাইমারী ডিসপ্লে এবং ৬.২ ইঞ্চি সাইজের সেকেন্ডারি ডিসপ্লে। এতে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেখা যাবে, সাথে থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। অন্যদিকে পাওয়ারের জন্য গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোনটিতে পাওয়া যাবে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং অপশন সাপোর্ট করবে। ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, এই ফোনটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। আবার প্রোটেকশনের ক্ষেত্রেও এটি ইউজারদের নিরাশ করবে না, কারণ এতে কোম্পানি আইপিএক্স৮ রেটিং এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের ফিচার দেওয়া হয়েছে।