এই দিন শুরু হচ্ছে Amazon Great Indian Festival সেল, ব্র্যান্ডেড স্মার্টফোনে পাবেন নজরকাড়া অফার
বিগত কয়েকদিন ধরে Amazon India (অ্যামাজন ইন্ডিয়া) এবং Flipkart (ফ্লিপকার্ট) তাদের ফেস্টিভ সেলের বিজ্ঞাপনী প্রচার...বিগত কয়েকদিন ধরে Amazon India (অ্যামাজন ইন্ডিয়া) এবং Flipkart (ফ্লিপকার্ট) তাদের ফেস্টিভ সেলের বিজ্ঞাপনী প্রচার চালাচ্ছে। তবে এবার আসন্ন উৎসবের মরসুমে আয়োজিত 'Amazon Great Indian Festival' (অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল) সেলের তারিখ প্রকাশ্যে এল। সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু হবে ই-কমার্স জায়ান্ট সংস্থাটির বিশেষ সেল। আর, এই সেল চলাকালীন স্মার্টফোন, টিভি বা অন্যান্য কনজিউমার ইলেকট্রনিক্স, ফ্যাশন ও বিউটি প্রোডাক্ট, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স, গ্রোসারি আইটেম এবং আরও অনেক কিছুই আকর্ষণীয় ছাড়ে কিনতে পারবেন আগ্রহীরা। এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি, Amazon, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI (এসবিআই)-এর ক্রেডিট/ডেবিট কার্ড পেমেন্ট এবং ইএমআই ট্রানজাকশনে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আর নো-কস্ট ইএমআই অপশন অফার করবে। ইতিমধ্যেই এই সেলের কয়েকটি অফার (বিশেষ করে স্মার্টফোনের ওপর) নেটদুনিয়ায় ফাঁস হয়েছে। এই পরিস্থিতিতে যারা Amazon Great Indian Festival-এ নতুন ফোন কিনবেন, তারা নিম্নলিখিত ডিলগুলির সুবিধা পাবেন।
Amazon Great Indian Festival-এ এই সমস্ত আকর্ষণীয় স্মার্টফোন মিলবে বাম্পার ছাড়ে
সেলে অ্যামাজন, iPhone 13 এবং iQOO 9T-এর মত প্রিমিয়াম ফোনগুলিতে ব্যাপক ছাড় দেবে বলে মনে করা হচ্ছে। যেহেতু অ্যাপল (Apple) সম্প্রতি iPhone 14 লঞ্চ করেছে, তাই এক্ষেত্রে iPhone 13-এর দাম কমবে বলে আশা করা হচ্ছে। জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদবের মতে, iPhone 13-এর দাম ৫৩,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকার মধ্যে নামতে পারে, যেখানে ব্যাঙ্ক অফার বা এক্সচেঞ্জ অফারের মত সুবিধাও ক্রেতাদের জন্য উপলব্ধ থাকবে। আশা করা যায় Realme, Xiaomi এবং OnePlus-এর মত ব্র্যান্ডের স্মার্টফোনেও সেরা ডিল মিলবে ওই সময়।
এদিকে অ্যামাজনে Galaxy Fold সিরিজ এবং Redmi Prime 11 5G সহ নতুন লঞ্চ হওয়া ফোনগুলিও সেলে বিক্রি হবে বলে জানা গিয়েছে। এর মধ্যে Samsung Galaxy M32 5G মডেল ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে পাওয়া যাবে। আবার সেরার সেরা অফার মিলবে iPhone 12-তেও।
Flipkart-এও একইসময় চলবে Big Billion Days সেল
Amazon বা Flipkart কেউই এখনো আনুষ্ঠানিকভাবে নিজেদের ফেস্টিভ সেলের দিনক্ষণ প্রকাশ করেনি। তবে ধরে নেওয়া যায়, অন্যান্যবারের মত Great Indian Festival-এর পিঠোপিঠি দিনেই নিজের Big Billion Days সেল হোস্ট করবে Flipkart; জনপ্রিয় টিপস্টারও এই একই ইঙ্গিত দিয়েছেন। সেক্ষেত্রে এই সেলেও বিভিন্ন প্রোডাক্ট অত্যন্ত সস্তায় মিলবে।