- Home
- »
- প্রযুক্তি »
- Amazon Sale-এ সবচেয়ে কম দামে বিক্রি হবে...
Amazon Sale-এ সবচেয়ে কম দামে বিক্রি হবে এই ১২টি স্মার্টফোন, আপনি মিস করলেই লস করবেন
কয়েকদিন পরেই শুরু হচ্ছে Amazon Great India Festival Sale। এই সেলে অনেক কম দামে কেনা যাবে একাধিক লেটেস্ট স্মার্টফোন। তাই...কয়েকদিন পরেই শুরু হচ্ছে Amazon Great India Festival Sale। এই সেলে অনেক কম দামে কেনা যাবে একাধিক লেটেস্ট স্মার্টফোন। তাই আপনি যদি নিজের স্মার্টফোনটি আপডেট করতে চান অথবা নিজের জন্য নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে সামনেই রয়েছে মহাসুযোগ। আসুন Amazon Great Indian Festival সেলের সেরা স্মার্টফোন ডিলগুলি দেখে নেওয়া যাক।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে অফারে কেনা যাবে এই স্মার্টফোনগুলি
বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন
Redmi 13C 5G
৯০ হার্টজ রেফ্রেশ রেটের এই ডিভাইসটি সেলে ৮,৯৯৯ টাকায় অ্যামাজনে পাওয়া যাবে। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস 5G প্রসেসর।
OnePlus Nord CE 4 Lite
OnePlus Nord লাইন আপের একটি শক্তিশালী ডিভাইস হল এটি। এতে আছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলাকালীন ক্রেতারা এই বাজেট ফোনটি ১৭,২৫৯ টাকায় কিনতে পারবেন।
Samsung Galaxy M35 5G
Samsung-এর এই 5G স্মার্টফোনটি কুপন ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার সহ ১৩,৭৪৯ টাকায় অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে উপলব্ধ হবে। উল্লেখ্য, এই ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ সুপার অ্যামোলেড ডিসপ্লে উপস্থিত।
iQOO Z9 Lite 5G
আপনি যদি ১০,০০০ টাকার মধ্যে কোনো শক্তিশালী ডিভাইস কিনতে চান, তাহলে আপনি iQOO Z9 Lite 5G ডিভাইসটি কিনতে পারেন। এতে আছে ৫০ মেগাপিক্সেল সোনি এআই ক্যামেরা এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬,৩০০ প্রসেসর সহ আরো অনেক কিছু। আর এই ডিভাইসটি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে আপনি পেয়ে যাবেন মাত্র ৯,৪৯৯ টাকায়।
মিডরেঞ্জ স্মার্টফোন
আপনার বাজেট যদি ১৫,০০০ থেকে ৩০,০০০ এর মধ্যে হয়, তাহলে আপনি নিচে দেওয়া মিড রেঞ্জের এই ডিভাইসগুলির মধ্যে যে কোনো একটি Amazon Great Indian Festival Sale থেকে বেছে নিতে পারেন।
OnePlus Nord CE 4
আপনি যদি মিড রেঞ্জে শক্তিশালী ব্যাটারি সম্পন্ন কোনো স্মার্টফোন কিনতে চান তাহলে OnePlus-এর এই ডিভাইসটি আপনার জন্য সেরা হতে পারে। কারণ, এতে আছে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি।
আর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এই ফোনটি আপনি সেল চলাকালীন ২২,২৪৯ টাকায় কিনতে পারবেন।
iQOO Z9s 5G
৩ডি কার্ভড ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে বিশিষ্ট এই ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর। আর এই স্মার্টফোনটি সেলে উপরিউক্ত শপিং প্ল্যাটফর্মে ১৭,৪৯৯ টাকায় তালিকাভুক্ত থাকবে।
iQOO Z9s Pro 5G
শক্তিশালী কোয়ালাকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর সহ আসা এই ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এটি ২১,৯৯৯ টাকায় বিক্রি হবে।
OnePlus 11R 5G
আপনি যদি ভালো পারফরম্যান্স চান তাহলে, OnePlus-এর এই স্মার্টফোনটি কিনতে পারেন। কারণ এই ডিভাইসে আছে লেটেস্ট কোয়ালাকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। এটি সেল চলাকালীন ৩০ হাজার টাকার কমে পাওয়া যাবে।
প্রিমিয়াম স্মার্টফোনে অফার
আপনার যদি বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে, আর আপনি যদি ভাল পারফরম্যান্সের সাথে কোনো আপোস না করতে চান, তাহলে নিচে উল্লেখিত ডিভাইসগুলির উপর একবার চোখ বোলাতে পারেন। এই ফোনগুলি ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা Amazon Great Indian Festival সেলে অবিশ্বাস্য দামে বিক্রি হবে।
iPhone 13
আপনি যদি iPhone-এ সুইচ করতে চান, তাহলে আপনার কাছে এটি একটি বড় সুযোগ। কারণ, এবার প্রথমবার iPhone 13 কিনতে পারবেন ব্যাঙ্ক অফার সহ শুধুমাত্র ৩৭,৯৯৯ টাকায়। জানিয়ে রাখি, এই ডিভাইসটি 5G কানেকশন সহ সিরামিক শিল্ডের প্রোটেকশন অফার করে।
Samsung Galaxy S23 Ultra 5G
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে আপনি ডিসকাউন্ট সহ Samsung Galaxy S23 Ultra 5G কিনতে পারবেন ৬৯,৯৯৯ টাকায়। আর এই ডিভাইসে আছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, ৬.৮ ইঞ্চি ডিসপ্লে এবং এস-পেন সাপোর্ট।
OnePlus 12R
এই স্মার্টফোনে আছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং একটি প্রিমিয়াম ডিজাইন। আর এই ডিভাইসটি আপনি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে পেয়ে যাবেন ৩৫,২৪৯ টাকায়।
Xiaomi 14
Xiaomi-এর এই ফোনে আছে নেক্সট জেনারেশনের Leica ক্যামেরা এবং ১.৫ কে এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে সহ একাধিক ফিচার। আর সেল চলাকালীন কুপন এবং ব্যাঙ্ক অফারের পর এই ডিভাইসটি ৪৫,৯৯৯ টাকায় বিক্রি হবে।