সমস্ত অফারের বাপ, Amazon Great Indian Festival সেলে সবচেয়ে সস্তায় iPhone 13

Amazon-এ শুরু হচ্ছে Great Indian Festival Sale। প্রতিবারের মতো বছরের সবচেয়ে বড় এই সেলে বিভিন্ন প্রোডাক্টের উপর বাম্পার...
techgup 19 Sept 2024 1:36 PM IST

Amazon-এ শুরু হচ্ছে Great Indian Festival Sale। প্রতিবারের মতো বছরের সবচেয়ে বড় এই সেলে বিভিন্ন প্রোডাক্টের উপর বাম্পার ডিসকাউন্ট দেওয়া হবে। প্রাইম মেম্বারদের জন্য এই সেল শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে এবং সবার জন্য Amazon Great Indian Festival Sale এর দরজা ২৭ সেপ্টেম্বর থেকে খুলবে। অ্যামাজনের তরফে বলা হয়েছে এই সেলে iPhone 13 মাত্র ৩৯,৯৯৯ টাকায় কেনা যাবে।

iPhone 13 এর উপর সবচেয়ে বড় ডিল Amazon Great Indian Festival সেলে

অ্যামাজন 'কিং অফ অল ডিলস' ট্যাগলাইন সহ iPhone 13 এর সাথে দেওয়া অফারের বিজ্ঞাপন প্রকাশ করেছে। অর্থাৎ সমস্ত ডিলের রাজা হবে এটা। কারণ iPhone 13 এত কম দামে আগে কখনও পাওয়া যায়নি। সেল চলাকালীন ৩৯,৯৯৯ টাকা থেকে ফোনটি পাওয়া যাবে। এছাড়া ক্রেতারা যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করে সর্বোচ্চ ২০,২৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন।

iPhone 13 এর সাথে কি কি ডিল দেওয়া হবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে

ভারতে আইফোন ১৩ এর দাম এই মুহূর্তে ৪৯,৯৯০ টাকা। তবে Amazon সেল চলাকালীন এটি ৪৫,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হবে। কিন্তু এসবিআই ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ২,৫০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। আবার এক্সচেঞ্জ বোনাস হিসেবে পাওয়া যাবে ৩,৫০০ টাকা। এরপর আইফোন ১৩ এর দাম কমে দাঁড়াবে মাত্র 39,999 টাকায়।

আরও পড়ুন : আনন্দ বদলে গেল দুঃখে, ফ্লিপকার্টে iPhone 15 Pro Max মাত্র 1352 টাকায় অর্ডার দিয়ে ঠকলেন যুবক

iPhone 13 কি কি স্পেসিফিকেশন অফার করে

আইফোন ১৩ মডেলে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে, যা সর্বোচ্চ 1200 নিটস ব্রাইটনেস দেয়। আবার এতে A15 বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর শীঘ্রই এই ফোনে আইওএস ১৮ আপডেট আসবে।

আরও পড়ুন : বাজার মাতাতে নতুন বাইক আনছে Hero, লং ডিসট্যান্স রাইডের জন্য হবে পারফেক্ট সঙ্গী

আইফোন ১৩ এর ব্যাক প্যানেলে আছে ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ। আর সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ট্রুডেপথ ক্যামেরা। এটি একটি 5G ফোন।

Show Full Article
Next Story