Oppo-র বাজেট স্মার্টফোন এখন মিলছে আশ্চর্যজনক ছাড়ে, পাবেন 50MP ক্যামেরা ও 5000mAh ব্যাটারি

আপনি কি এই মুহূর্তে কোনো কারণে ১২,০০০ টাকা বাজেটে ফোন কিনতে চাইছেন? আর সেই নতুন ফোনে 5G কানেক্টিভিটি না থাকলেও আপনার...
Anwesha Nandi 30 July 2023 4:39 PM IST

আপনি কি এই মুহূর্তে কোনো কারণে ১২,০০০ টাকা বাজেটে ফোন কিনতে চাইছেন? আর সেই নতুন ফোনে 5G কানেক্টিভিটি না থাকলেও আপনার অসুবিধে হবেনা? তাহলে সাত-পাঁচ ভেবে বিভ্রান্ত হবেননা, কারণ আজ আপনার জন্য এমন একটি অফার রয়েছে যার সাহায্যে আপনি খুব কম খরচে একটি ভালো ফোন হাতের মুঠোয় পেয়ে যাবেন। আসলে তেমন বিশেষ কোনো সেল বা উপলক্ষ্য ছাড়াই Amazon India কোম্পানি, Oppo A17 স্মার্টফোনে দারুণ ছাড় দিচ্ছে। এটি আপনি এখন ১০,০০০ টাকারও কমে কিনতে পারবেন, আর বদলে পাবেন ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির মতো ফিচার।

Oppo A17 স্মার্টফোনের দাম, অফার

ওপ্পো এ১৭ স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট ভ্যারিয়েন্টের মূল্য এমনিতে ১৪,৯৯৯ টাকা, তবে অ্যামাজনের অফারে আপনি এটিকে ১২,৪৯৯ টাকায় কিনতে পারবেন। এক্ষেত্রে ব্যাঙ্ক অফার কাজে লাগালে মিলবে অতিরিক্ত ১,০০০ টাকা পর্যন্ত ছাড়।

শুধু তাই নয়, আপনি চাইলে পুরোনো ফোন বিনিময় করে এই ফোনটি অর্ডার করতে পারেন যেখানে ১১,৮৬০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পাওয়া যেতে পারে। সম্পূর্ণ এক্সচেঞ্জ অফার অ্যাপ্লাই করা গেলে ওপ্পো এ১৭ কেনার খরচ হাজার টাকার কাছাকাছিতে নেমে আসবে। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জে উপলব্ধ ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা এবং ব্র্যান্ড/মডেলের উপর নির্ভর করবে।

Oppo A17 স্মার্টফোনের স্পেসিফিকেশন

আলোচ্য ওপ্পো এ১৭ বাজেট স্মার্টফোনে ৬.৫৬ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে আছে, যার স্ক্রিন রেজোলিউশন ৭২০×১৬১২ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর রয়েছে। এদিকে ভার্চুয়াল র‌্যাম অপশন থাকার কারণে এতে মোট ৮ জিবি র‌্যাম পাওয়া যাবে, যেখানে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এর ইন্টারনাল স্টোরেজকে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে পাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফির ক্ষেত্রেও ওপ্পো এ১৭ কিন্তু আপনাকে নিরাশ করবেনা – এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ উপলব্ধ। এছাড়া এটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট ইত্যাদি প্রয়োজনীয় ফিচারও বহন করবে। আউট অফ দ্য বক্স ফোনটি চলবে অ্যান্ড্রয়েড১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) সফ্টওয়্যারে।

Show Full Article
Next Story