এক ধাক্কায় 14,000 টাকা ছাড়, বর্ষা সেলে দারুণ সস্তায় মিলছে OnePlus-এর এই আকর্ষণীয় 5G ফোনটি

অতি শীঘ্রই বাজারে আসতে চলেছে নতুন মিড রেঞ্জার স্মার্টফোন OnePlus Nord 4। এদিকে আবার Amazon India-তে বর্ষা মরসুম উপলক্ষে...
Anwesha Nandi 25 Jun 2024 11:27 AM IST

অতি শীঘ্রই বাজারে আসতে চলেছে নতুন মিড রেঞ্জার স্মার্টফোন OnePlus Nord 4। এদিকে আবার Amazon India-তে বর্ষা মরসুম উপলক্ষে Amazon Monsoon Mobile Mania সেল চলছে। সেক্ষেত্রে এই দুই কারণ বশতই এখন অনলাইন শপিং প্ল্যাটফর্মটিতে দারুণ সস্তায় মিলছে OnePlus Nord 3 5G মোবাইল ফোনটি। আপনি এখন এটি ২০ হাজার টাকার চেয়েও অনেক কমে কিনতে পারবেন, আর বদলে পেয়ে যাবেন 80W ফাস্ট চার্জিং, 5,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরার আকর্ষণীয় সব ফিচার। তো আসুন, দেখে নিই OnePlus Nord 3 5G-তে ঠিক কী অফার উপলব্ধ হয়েছে।

পুরো ১৪,০০১ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 3 5G

ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনের (টেম্পেস্ট গ্রে রঙের মডেল) ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৩৩,৯৯৯ টাকা, তবে অ্যামাজন মনসুন মোবাইল ম্যানিয়া সেলে এখন এটি ৪৩% ফ্ল্যাট ডিসকাউন্টে মাত্র ১৯,৯৯৮ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে, আবার পুরোনো স্মার্টফোন বদলে নিলে পাবেন ১৮,৮০০ টাকার এক্সচেঞ্জ অফারও।

OnePlus Nord 3 5G-এর স্পেসিফিকেশন: কী আছে এই ফোনে?

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ স্মার্টফোনে ১২০ হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৪ ইঞ্চি সুপার ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশনপ্রাপ্ত। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহৃত মালি জি৭১০ জিপিইউ বিশিষ্ট মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর, যার সাথে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের অপশন বর্তমান। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি মেলে।

আবার, ফটোগ্রাফির জন্য এই ওয়ানপ্লাস ফোনটিতে আছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ওআইএস (OIS) ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার সেটআপ ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে এটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে ওয়াই-ফাই ডাইরেক্টের মতো ফিচারের সাথেও আসে এবং এর মিস্টি গ্রিন ও টেম্পেস্ট গ্রে – দুটি কালার ভ্যারিয়েন্ট উপলব্ধ।

ছাড় পাবেন অন্যান্য OnePlus Nord মডেলেও

এই মুহূর্তে ২৬,৯৯৯ টাকা মূল্যের OnePlus Nord CE 3 5G মডেলটি অ্যামাজন মনসুন সেলে ১৮,৯৯৮ টাকায় পাওয়া যাচ্ছে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল Sony IMX প্রাইমারি রিয়ার ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম অফার করে।

Show Full Article
Next Story
Share it