OnePlus ও Samsung-এর 5G ফোন মিলছে বিশাল সস্তা অফারে, পাবেন 50MP ক্যামেরা

কাজের প্রয়োজন, বেশি ফিচার পাওয়ার আশা কিংবা পুরোনো ফোন খারাপ হয়ে যাওয়া – নানা কারণেই আমাদের এখন আকছার স্মার্টফোন বদলাতে হয়। সেক্ষেত্রে আপনি যদি হালফিলে…

কাজের প্রয়োজন, বেশি ফিচার পাওয়ার আশা কিংবা পুরোনো ফোন খারাপ হয়ে যাওয়া – নানা কারণেই আমাদের এখন আকছার স্মার্টফোন বদলাতে হয়। সেক্ষেত্রে আপনি যদি হালফিলে একটু কম খরচে প্রিমিয়াম রেঞ্জের ফোন কিনতে চান, তাহলে Amazon India-র একটি অফার আপনার দারুণ কাজে আসতে পারে। আসলে এই মুহূর্তে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি OnePlus 10 Pro 5G এবং Samsung Galaxy S22 5G ফোনদুটির ওপর বাম্পার ডিল অফার করছে। এক্ষেত্রে আপনারা ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার ইত্যাদির ফায়দা তুলতে পারবেন। চলুন, এখন OnePlus 10 Pro 5G এবং Samsung Galaxy S22 5G-এর দাম, অফার এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য একনজরে দেখে নিই।

OnePlus ও Samsung-এর ফোনে পাওয়া যাচ্ছে ১৮,০৫০ টাকার এক্সচেঞ্জ অফার

OnePlus 10 Pro 5G: ৮ জিবি/১২৮ জিবি স্টোরেজের এই ওয়ানপ্লাস ফোনের এমআরপি (MRP) ৬৬,৯৯৯ টাকা, তবে অ্যামাজন এখন এটি ছাড়ে ৬০,৯৯৯ টাকায় বিক্রি করছে। এর মধ্যে ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) এবং এইচএসবিসি (HSBC) ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে এক্সট্রা ডিসকাউন্ট মিলবে। আবার পুরোনো ফোন এক্সচেঞ্জ করে ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি কিনলে মিলবে ১৮,০৫০ টাকা পর্যন্ত ভ্যালু।

ফিচার বলতে, ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি ফোনে পাবেন ১২০ হার্টজ রিফ্রেশ রেট বিশিষ্ট ৬.৭ ইঞ্চি এলটিপিও (LTPO) কিউএইচডি+ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এদিকে ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বহন করবে।

Samsung Galaxy S22 5G: এই মুহূর্তে স্যামসাংয়ের প্রিমিয়াম ফোনটি (৮ জিবি/১২৮ জিবি স্টোরেজ বিশিষ্ট) ৮৫,৯৯৯ টাকার বদলে ৫৭,৯৯৮ টাকায় কেনা যাবে। এতে থাকবে ২,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধা, যেখানে পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে ১৮,০৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস২২ ৫জি ফোনটি ৬.১ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং ৩,৭০০ এমএএইচ ব্যাটারি বহন করবে। এর সাথে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।