সেলের শুরুতেই Amazon-এর কামাল, নজরকাড়া ছাড়ে মিলছে Samsung-এর প্রিমিয়াম AI ফোন
Samsung Galaxy S23 Ultra Discount: অবশেষে আজ ২০শে জুলাই থেকে অ্যামাজন প্রাইম ডে সেল শুরু হয়েছে, যেখানে স্মার্টফোন,...Samsung Galaxy S23 Ultra Discount: অবশেষে আজ ২০শে জুলাই থেকে অ্যামাজন প্রাইম ডে সেল শুরু হয়েছে, যেখানে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ইয়ারফোন, হেডফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স আইটেম তাদের আসল (পড়ুন রোজকার) দামের চেয়ে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি এই সময়ে কম দামে একটি হাই-এন্ড হ্যান্ডসেট কেনার কথা ভেবে থাকেন, তাহলে তাতে দোষের কিছুই নেই! কেননা এখন অ্যামাজন ইন্ডিয়া থেকে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনটি চমৎকার অফারে কেনা যাবে, যাতে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, হাই কোয়ালিটি ডিসপ্লে এবং শক্তিশালী চিপসেটের পাশাপাশি বহু এআই ফিচার আছে। আসুন এই বিষয়ে বিশদ জেনে নিই…
প্রাইম মেম্বারশিপ থাকলেই সস্তায় পাবেন স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা
স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চ প্রাইস ১,৪৯,৯৯৯ টাকা, তবে এখন অ্যামাজন প্রাইম ডে সেলে এটি ৪৭% ফ্ল্যাট ছাড়ে ৭৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে পেমেন্টের নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করা হলে অতিরিক্ত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে, সাথে থাকবে ৪,০০০ টাকার কুপন ডিসকাউন্ট কাজে লাগানোর সুযোগ।
আবার যদি পুরোনো মোবাইল ফোনের বদলে এই প্রিমিয়াম স্যামসাং স্মার্টফোন মডেলটি অর্ডার করা হয়, তাহলে ৫৮,৭০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে। নিঃসন্দেহে এটি সেলের দুর্দান্ত এক অফার, তবে মনে রাখবেন যে এই এক্সচেঞ্জের ছাড় পুরোনো হ্যান্ডসেটের ব্র্যান্ড, মডেল, বর্তমান অবস্থা ইত্যাদি একাধিক কোম্পানি পলিসির উপর নির্ভর করবে। তাছাড়াও এই অফারসমূহ কিন্তু অ্যামাজন প্রাইম মেম্বারশিপ থাকলে তবেই অ্যাক্সেস করা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রার স্পেসিফিকেশন
প্রায় দেড় বছর আগে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা প্রিমিয়াম স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৮ ইঞ্চি কিউএইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর, যার সাথে ১২ জিবি র্যাম ও ১ টিবি জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ মেলে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে বর্তমান ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার ফটোগ্রাফির জন্য এটি ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করে।
উল্লেখ্য, এই হাই-এন্ড স্যামসাং হ্যান্ডসেটটিতে স্টাইলাস সাপোর্টও দেওয়া হয়েছে। সাথে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আছে ভেপার কুলিং চেম্বারও। এছাড়া এটিতে কানেক্টিভিটির জন্য ওয়াইফাই ৬ই, ব্লুটুথ ৫.৩ থেকে শুরু করে ওটিজির বিকল্প পাবেন। এর তিনটি কালার ভ্যারিয়েন্ট আছে – গ্রিন, ক্রিম এবং ফ্যান্টম ব্ল্যাক।