প্রতি সেকেন্ডে হাজার হাজার অর্ডার, Prime Day Sale 2023-এ লক্ষ্মীলাভ Amazon-এর

গত ১৬ই জুলাই অর্থাৎ মাত্র চার দিন আগে শেষ হয়েছে Amazon India-র Prime Day Sale-এর সপ্তম সংস্করণ। দুদিনের এই বিশেষ বিক্রয়পর্বে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটি Samsung,…

গত ১৬ই জুলাই অর্থাৎ মাত্র চার দিন আগে শেষ হয়েছে Amazon India-র Prime Day Sale-এর সপ্তম সংস্করণ। দুদিনের এই বিশেষ বিক্রয়পর্বে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটি Samsung, OnePlus, Realme এবং আরও অন্যান্য নামী ব্র্যান্ডের স্মার্টফোন এবং ইলেকট্রনিক্সে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার করেছে। সেক্ষেত্রে সেল শুরুর আগে Amazon ক্রেতাদের আকর্ষিত করার জন্য এটিকে যে বছরের সবচেয়ে বড় সেল বলে বিজ্ঞাপনী প্রচার চালিয়েছিল, বিক্রয়পর্বের শেষে তা সত্যি হয়ে দাঁড়িয়েছে বলেই মনে হচ্ছে! আসলে সাম্প্রতিক সেলে সংস্থাটি এত বেশি সাড়া পেয়েছে, যাতে করে এটি শুধু সারা বছরের নয় বরঞ্চ এখনো অবধিকার কোম্পানির সবচেয়ে বড় Prime Day Sale বলে নিজেই নিশ্চিত করেছে Amazon।

Amazon Prime Day Sale 2023-এ প্রচুর মানুষ কেনাকাটা করেছেন

এমনিতে অ্যামাজন প্রাইম ডে সেলে মেম্বারশিপ ছাড়া কেনাকাটা করা যায়না, অর্থাৎ পক্ষান্তরে এই বিশেষ বিক্রয়পর্বে অ্যাক্সেস পেতে অতিরিক্ত চার্জ দিতে হয়। কিন্তু তা সত্ত্বেও কোম্পানি গত বছরের তুলনায় এবারের প্রাইম ডে সেলে ১৪% বেশি লাভের মুখ এবং প্রাইম মেম্বারশিপ গ্রাহকের বৃদ্ধি প্রত্যক্ষ করেছে। এই ইভেন্ট চলাকালীন সারা দেশজুড়ে মানুষ প্রতি মিনিটে প্রায় ২২,১৯০ সংখ্যক অর্ডার দিয়েছে বলে তারা জানিয়েছে।

Prime Day Sale-এ সর্বাধিক বিক্রিত স্মার্টফোন

অ্যামাজন এবারের প্রাইম ডে সেলে যে ১৪ শতাংশ বেশি বিক্রির সাক্ষী হয়েছে, তার মধ্যে অন্তর্ভুক্ত আছে স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের বিক্রি।সেক্ষেত্রে সংস্থাটি সেলে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন এবং ইলেকট্রনিক ডিভাইসের তালিকা প্রকাশ করেছে। যেমন সেল চলাকালীন লেটেস্ট Samsung Galaxy M34 5G সর্বাধিক বিক্রি হয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, তারা প্রতি সেকেন্ডে ৫টি স্মার্টফোন বিক্রি করেছে। এক্ষেত্রে দেশের টায়ার ২ এবং টায়ার ৩ শহরগুলিতেই ৭০% ফোন কেনার প্রবণতা লক্ষ্য করা গেছে। আবার ফোল্ডেবল ফোনের বিক্রিও প্রায় ২৫ গুণ বেড়েছে।

উল্লেখ্য, অ্যামাজনের সেলে OnePlus Nord 3 5G, Samsung Galaxy M34 5G, Motorola Razr 40 Series, Realme Narzo 60 Series এবং iQOO Neo 7 Pro 5G-এর মতো নতুন লঞ্চ হওয়া ডিভাইসগুলিও ব্যাপক সংখ্যায় বিক্রি হয়েছে। তবে Samsung Galaxy M34 5G সবচেয়ে বেশি বিক্রি হওয়ায় অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্যামসাং ইন্ডিয়ার কর্মকর্তা আদিত্য বব্বর – এই ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের আস্থা বাড়ছে বলেই তাঁর অভিমত।

Prime Day Sale 2023 ও আরও কিছু কথা

প্রাইম ডে ইভেন্টে অ্যামাজন প্রতি ১ সেকেন্ডে একটি বড় অ্যাপ্লায়েন্স বিক্রি করেছে বলে জানা গিয়েছে। এই সময় JBL, Sony, Bose, ইত্যাদির মতো প্রিমিয়াম ব্র্যান্ডের অডিও প্রোডাক্টের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
অন্যদিকে প্রিমিয়াম 4K, QLED ডিসপ্লেযুক্ত টিভি বিক্রি হয়েছে প্রতি মিনিটে প্রায় ৩০টি হারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন