10000 টাকার কম বাজেটে কিনুন এই স্মার্টফোনগুলি, রাতেই শেষ হচ্ছে Amazon Prime Day Sale

Smartphones under 10000: গতকাল শুরু হওয়া Amazon Prime Day Sale 2023-এর আজই শেষ দিন। আজ ১৬ই জুলাই রাত ১১টা ৫৯ মিনিটে এই...
Anwesha Nandi 16 July 2023 10:57 PM IST

Smartphones under 10000: গতকাল শুরু হওয়া Amazon Prime Day Sale 2023-এর আজই শেষ দিন। আজ ১৬ই জুলাই রাত ১১টা ৫৯ মিনিটে এই বিশেষ বিক্রয়পর্ব শেষ হয়ে যাবে, আর এরই সাথে এবারের মতো অনুপলুব্ধ হবে সেরা অফারগুলিও। সেক্ষেত্রে আপনি যদি একটি নতুন স্মার্ট ফোন কেনার পরিকল্পনায় থেকে থাকেন, তাহলে হাতে থাকা সেলের বাকি কয়েক ঘন্টা সময় কাজে লাগালে খুব সস্তাতেই আপনার কাজ মিটে যাবে। আসলে এই Amazon Prime Day Sale-এ Samsung Galaxy M04, Redmi 12C, Realme Narzo 50i Prime ইত্যাদি বাজেট ফোনগুলি খুব কম দামে (বলতে গেলে জলের দরে) বিক্রিতে তালিকাভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে আপনি SBI এবং ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করলে ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। তো আসুন, এখন দেখে নিই সেলে ১০,০০০ টাকার কমে উপলব্ধ কয়েকটি সেরা ফোন সম্পর্কিত তথ্য।

Amazon Sale: এই পাঁচটি বাজেট ফোনে মিলছে সেরা অফার

১. Redmi A2: রেডমির নতুন লঞ্চ হওয়া এই ফোনটি অ্যামাজন প্রাইম ডে সেলে ৫,৬৯৯ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে ৩০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে এবং পুরোনো ফোন এক্সচেঞ্জের ক্ষেত্রে মিলবে ৫,৩৫০ টাকা পর্যন্ত অফ।

ফিচার বলতে, ফোনটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

২. Nokia C12: ৫,৯৯৯ টাকা মূল্যের এই স্মার্টফোনটি সেলে ৫,৬৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর সাথে ৭৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং ৫,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার উপলব্ধ।

এই ফোনে ৬.৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, অক্টা-কোর ইউনিসক ৯৮৬৩এ১ (Unisoc 9863A1) প্রসেসর, ৩,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর বর্তমান।

৩. Realme Narzo 50i Prime: এই ফোনের দাম ৮,৯৯৯ টাকা, কিন্তু এখন এটি অ্যামাজন থেকে ৭,৬৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে আপনি ১,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট কাজে লাগানো যাবে। এছাড়াও এতে পাওয়া যাবে ৭,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও।

রিয়েলমি নার্জো ৫০আই প্রাইমে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, ইউনিসক টি৬১২ (T612) প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৮ মেগাপিক্সেল এআই (AI) প্রাইমারি ক্যামেরা সেন্সর দেখতে পাবেন।

৪. Redmi 12C: সেলে এই ফোনটি ৯,৯৯৯ টাকার বদলে ৭,৭৯৯ টাকায় মিলছে। এটিতে আছে ৭,৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টের বিকল্প, যেখানে আপনি প্রতি মাসে ৩৭৩ টাকার ইএমআই দিয়েও ফোনটি কিনতে পারবেন।

এতে ফিচার হিসেবে আছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭১ ইঞ্চি এইচডি প্লাস (রেজোলিউশন ৭২০×১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে এবং অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ (Helio G85) প্রসেসর।

৫. Samsung Galaxy M04: স্যামসাং সম্প্রতি ভারতে বাজেট ফোন বিক্রিতে এক নম্বর স্থান অধিকার করেছে। সেক্ষেত্রে সেলে এই ফোনটি ৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
এর আসল দাম ৯,৪৯৯ টাকা। এক্ষেত্রে ৬,৬০০ টাকার এক্সচেঞ্জ অফার কাজে লাগানোর সুযোগ রয়েছে।

এই ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং মিডিয়াটেক হেলিও পি৩৫ (P35) প্রসেসর আছে।

Show Full Article
Next Story