Amazon Prime Day 2023: দুদিনের অফার, নামী-দামী Smartphone কেনা যাবে জলের দরে
পূর্ব ঘোষণা মতোই Prime কাস্টমারদের বিশেষ বিক্রয়পর্ব লাইভ করেছে Amazon India। আজ ১৫ই জুলাই থেকে জনপ্রিয় অনলাইন শপিং...পূর্ব ঘোষণা মতোই Prime কাস্টমারদের বিশেষ বিক্রয়পর্ব লাইভ করেছে Amazon India। আজ ১৫ই জুলাই থেকে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটিতে শুরু হয়েছে Amazon Prime Day Sale, যা চলবে আগামীকাল অর্থাৎ ১৬ই জুলাই রাত অবধি। আর বিশেষ ব্যাপার হল যে, এই দুদিনের সেলে আর পাঁচটা প্রোডাক্টের পাশাপাশি বিভিন্ন আকর্ষণীয় ফোনও ফ্ল্যাট ডিসকাউন্টে অত্যন্ত কম দামে কেনা যাবে। এক্ষেত্রে SBI এবং ICICI ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে কেনাকাটার ক্ষেত্রে মিলবে ১০ শতাংশ অতিরিক্ত ছাড়। শুধু তাই নয়, iQOO Neo 7 Pro, OnePlus Nord 3, Realme Narzo 60-এর মতো নতুন ফোন Amazon Prime Day Sale-এ চলাকালীন লঞ্চ হবে। নতুন ফোন কেনার জন্য এরকম সুযোগ আপনি রোজ পাবেননা, অতএব আসুন এখন Amazon Sale-এ স্মার্টফোনের ওপর উপলব্ধ কয়েকটি সেরা অফার এক নজরে দেখে নিই।
সস্তায় স্মার্টফোন কেনার চরম সুযোগ, দাম শুরু ৫,৬৯৯ টাকা থেকে
চলতি অ্যামাজন প্রাইম ডে সেলে একটি ফোন কেনার জন্য ১০,০০০ টাকারও কম খরচ হবে। এক্ষেত্রে ওয়ানপ্লাস, আইকো, স্যামসাং (Samsung), রেডমি (Redmi) এবং রিয়েলমি (Realme)-র মতো ব্র্যান্ডের স্মার্টফোন ডিসকাউন্টে পাওয়া যাবে। যেমন –
১. সেলে Apple iPhone 13 মডেল ৬৯,৯৯০ টাকার বদলে ৫৭,৯৯৯ টাকায় মিলবে। একইভাবে লেটেস্ট সিরিজের iPhone 14 ফোনটি ৬৬,৪৯৯ টাকা, iPhone 14 Plus ৭৯,৯৯৯ টাকায় এবং iPhone 14 Pro Max মডেল ১,২৭,৯৯৯ টাকার প্রারম্ভিক দামে কেনা যাবে। অফার থাকবে iPhone 12, iPhone 11-তেও।
২. এই সময় iQOO 9 Pro 5G ফোনটি ৪৪,৯০০ টাকার পরিবর্তে ৪২,৯৯০ টাকায় এবং ৫৪,৯৯৯ টাকার iQOO 9T 5G মডেল ৪০,০৪৯ টাকায় বিক্রি হবে। এর মধ্যে আপনি iQOO Neo 7 নিতে চাইলে ২৬,০৪৯ টাকা দাম পড়বে, যেখানে iQOO Neo 7 Pro এবং iQOO Neo 6-এর জন্য যথাক্রমে ৩১,৯৯৯ টাকা এবং ২১,৯৯৯ টাকা দিতে হবে।
৩. এই মুহূর্তে Realme Narzo 50i মডেল ৬,৯৪৯ টাকায়, Realme Narzo 50 5G ফোন ১৩,৭৪৯ টাকায় এবং Realme Narzo 50 Pro 5G ১৮,৯৯৯ টাকায় মিলবে। অফার থাকবে Realme Narzo 60 Pro 5G, Realme Narzo N55 ইত্যাদিতেও।
৪. Samsung-এর ক্ষেত্রে Galaxy S23 Ultra 5G থেকে শুরু করে Galaxy S22 5G এবং বাজেট রেঞ্জের Galaxy M13 5G-এর মতো মডেলে আকর্ষণীয় ছাড় পাবেন। যেমন সেলে Samsung Galaxy M04 মডেলের দাম পড়বে ৬,৯৯৯ টাকা।
৫. Redmi 12C, Redmi 10 Power, Redmi Note 12 5G, Redmi 11 Prime-এর মতো বাজেট ফোন আপনি ৭ হাজার থেকে ১৫ হাজারের মধ্যে পেয়ে যাবেন। যেমন এই মুহূর্তে অ্যামাজনে Redmi A2 ফোনের মূল্য ধার্য হয়েছে ৫,৬৯৯ টাকা। আবার প্রিমিয়াম সেগমেন্টে আপনি ৭৯,৯৯৯ টাকার Xiaomi 12 Pro মডেল ৩৯,৯৯৯ টাকায় পাবেন, অন্যদিকে Xiaomi 13 Pro ফোনটি ৮৯,৯৯৯ টাকার বদলে ৭১,৯৯৯ টাকায় মিলবে।
৬. এক্ষেত্রে OnePlus Nord CE 3 মডেল কিনতে ১৮,৯৯৯ টাকা খরচ হবে। OnePlus Nord CE 2 মডেল মিলবে ১৬,২৪৯ টাকায়। আবার একইভাবে OnePlus 10 Pro 5G, OnePlus 11R 5G থেকে শুরু করে প্রিমিয়াম OnePlus 10T 5G কেনার ক্ষেত্রেও আপনি ১০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।