Amazon Prime Day সেলে অফারের ফুলঝুড়ি, ১৫ হাজার টাকার কমে পাওয়া যাবে এই ফোনগুলি

আগামী ১৫ জুলাই থেকে শুরু হতে চলেছে Amazon Prime Day Sale। ই-কমার্স সংস্থাটি এই সেলে একাধিক ফোনকে বিশেষ ছাড়ে বিক্রি করবে। আর এই সেলে বিভিন্ন…

আগামী ১৫ জুলাই থেকে শুরু হতে চলেছে Amazon Prime Day Sale। ই-কমার্স সংস্থাটি এই সেলে একাধিক ফোনকে বিশেষ ছাড়ে বিক্রি করবে। আর এই সেলে বিভিন্ন রেঞ্জের ফোন পাওয়া যাবে। তাই যারা ১৫০০০ টাকার কমে স্মার্টফোন খোঁজ করছেন, তারা আর কিছুদিন অপেক্ষা করুন। Amazon Prime Day Sale ১৫-ই জুলাই থেকে শুরু হবে, আর এটি ৪৮ ঘণ্টার জন্য লাইভ থাকবে। এই প্রতিবেদনে আমরা ১৫ হাজার টাকার কমে এই সেলে যে যে ফোন পাওয়া যাবে, তার তালিকা শেয়ার করবো।

Amazon Prime Day Sale – এ কোন কোন ফোনে ছাড় পাওয়া যাবে

অ্যামাজন প্রাইম ডে সেলে যে সকল বাজেট ফোনে ছাড় পাওয়া যাবে সেগুলি হলো- Samsung Galaxy M14, IQOO Z6 Lite , Realme Narzo N53, Redmi 12C এবং Techno Spark 9। আর এই সব কটি ডিভাইস এই ই-কমার্স সাইটে পাওয়া যাবে ১৫০০০ হাজার টাকার কমে।

রিয়েলমি নারজো ৫৩, আইকো জেড৬ লাইট ফোন দুটি ১৫০০০ হাজার টাকার কমে বিক্রি হবে। আবার স্যামসাং গ্যালাক্সি এম১৪ সেলে ১৪,৪৯০ টাকায় পাওয়া যাবে। রেডমি১২সি স্মার্টফোনটি অ্যামাজনে পাওয়া যাবে মাত্র ৮৪৯৯ টাকায় এবং টেকনো স্পার্ক ৯ পাওয়া যাবে ৭,৯৯৯ টাকায়।

কোন কোন দামি ফোনগুলিতে ডিসকাউন্ট পাওয়া যাবে

অ্যামাজন প্রাইম ডে সেলের জন্য তৈরি পেজে দেখা যাচ্ছে যে, Oneplus Nord CE3 Lite 5G, Oneplus 11R 5G, iPhone 14, iPhone 14 Plus এর মতো ফোনগুলিও লোভনীয় অফারের সাথে বিক্রি হবে। কিন্তু এগুলির সেলের সময়ের দাম এখনও ই-কমার্স প্ল্যাটফর্মটি প্রকাশ করেনি। তবে জানা গেছে যে, আসন্ন অ্যামাজন প্রাইম ডে সেলে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ও এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০% ছাড় দেওয়া হবে।

কেবলমাত্র প্রাইম মেম্বাররাই এই সুবিধা পাবেন

তবে মনে রাখতে হবে যে, Amazon Prime Day সেল শুধুমাত্র প্রাইম মেম্বারদের জন্যই আনা হয়েছে। আপনি চাইলে এখন অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নিতে পারেন, কারণ এখন ৫০ শতাংশ ক্যাশব্যাক অফার করা হচ্ছে।

এখন অর্ধেক দামে পাওয়া যাবে প্রাইম মেম্বারশিপ

২৯৯ টাকার মাসিক Amazon Prime প্ল্যানটি ১৫০ টাকায় এবং ১৪৯৯ টাকার বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান ৭৫০ টাকায় অ্যামাজনে তালিকাভুক্ত করা হয়েছে। তবে এটি আকর্ষণীয় অফার হলেও এখানে একটি সমস্যা আছে। কারণ এই অফারটিতে একটি এলিজিবল ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে শুধুমাত্র ১৮ থেকে ২৪ বছর বয়সি ব্যক্তিরাই এই অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নিতে পারবেন।