Amazon Sale: ব্যাপক ছাড়ে মিলছে Realme Narzo 50i থেকে Xiaomi 12 Pro ফোন, অফার শেষ কালই
স্মার্টফোন ক্রেতাদের সস্তায় কেনাকাটা করার সুযোগ করে দিতে, মাসের প্রায় শুরু থেকেই একটি বিশেষ বিক্রয়পর্ব লাইভ করেছে...স্মার্টফোন ক্রেতাদের সস্তায় কেনাকাটা করার সুযোগ করে দিতে, মাসের প্রায় শুরু থেকেই একটি বিশেষ বিক্রয়পর্ব লাইভ করেছে Amazon India। বর্তমানে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটিতে চলছে 'Prime Phones Party' নামের একটি সেল, যার আগামীকাল মানে ৮ই ফেব্রুয়ারি শেষ দিন। সেক্ষেত্রে আপনার যদি বর্তমানে একটি ব্র্যান্ডেড স্মার্টফোন কেনার পরিকল্পনায় থাকে, তাহলে হাতে সময় কাজে লাগিয়ে আপনি Xiaomi, Samsung, iQOO, Tecno, Realme এবং Oppo-এর মত নামী কোম্পানির ফোনগুলি বিশাল ডিসকাউন্টে পকেটস্থ করতে পারেন। সেলে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার, ইজি পেমেন্ট স্কিম এবং এক্সচেঞ্জ অফারের মত একাধিক সুবিধাও পাওয়া যাবে। তবে মনে রাখবেন, Amazon Prime Phones Party সেলে কেবল সংস্থার 'প্রাইম' কাস্টমাররাই ফোন খরিদ্দারি করতে পারবেন; মানে সেলে অ্যাক্সেস পেতে অবশ্যই দরকার প্রাইম মেম্বারশিপ। যাইহোক আসুন, এখন সেলের বিশেষ অফারগুলি এক নজরে দেখে নিই…
Amazon Sale-এ এই ফোনগুলি মিলছে সস্তায়
১. Redmi ফোনে অফার: অ্যামাজন প্রাইম ফোনস্ পার্টিতে Redmi 11 Prime 5G স্মার্টফোনটি ব্যাঙ্ক অফারে ১২,৬৩৪ টাকায় পাওয়া যাবে। অন্যদিকে Redmi 10 Power কিনতে লাগবে ১০,৮২৯ টাকা। একই সময়ে Redmi K50i এবং Xiaomi 12 Pro মডেল অফারে কিনলে যথাক্রমে ২১,৮৪৯ টাকা এবং ৪৭,৪৯৯ টাকায় দাম লাগবে।
২. Oppo-র স্মার্টফোনে অফার: এই মুহূর্তে Oppo F21S Pro স্মার্টফোনটি ২১,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে Oppo F21S Pro 5G মডেল কিনতে লাগবে ২৫,৯৯৯ টাকা। আবার Oppo A78 স্মার্টফোনটি ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অন্যান্য অফার সহযোগে ১৭,১০০ টাকায় মিলবে।
৩. Samsung ফোনের ওপর অফার: প্রাইম ফোনস্ পার্টি সেলে ১৫,৩৪২ টাকায় Samsung Galaxy M33 স্মার্টফোন কেনার সুযোগ রয়েছে। অন্যদিকে, Galaxy M13 মডেল মিলবে ৯,৯২৭ টাকায়। এছাড়া Galaxy M04 স্মার্টফোন ৮,৪৯৯ টাকায় পাওয়া যেতে পারে।
৪. Realme স্মার্টফোনে অফার: Realme Narzo 50i স্মার্টফোনটি সেলে ৭,১৯৯ টাকায় কেনা যাবে। একই সময়ে ১৮,০৪৯ টাকায় মিলবে Realme Narzo 50 Pro ফোনটি, যেখানে Realme Narzo 50 স্মার্টফোনটি প্রাইম ফোন পার্টি সেলে ১০,৮০৫ টাকায় খরিদ করতে পারেন।
অন্যান্য অফার
সেলে iQOO-র ফোনগুলিতেও বিশেষ ছাড় মিলবে। এক্ষেত্রে iQOO 11 5G মডেল ৫৪,৯৯৯ টাকায়, iQOO Neo 6 মডেল ২৫,৬৪৯ টাকায় এবং iQOO Z6 Lite ফোনটি ১৩,৯৮৮ টাকায় কেনার জন্য উপলব্ধ হয়েছে। একইভাবে অফার রয়েছে Techno Pop 6 Pro এবং Techno Spark 9 মডেলেও। প্রসঙ্গত উল্লেখ্য, আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে স্মার্টফোন কেনার ক্ষেত্রে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন। এছাড়াও নির্বাচিত স্মার্টফোনে ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন এবং ১,১০০ টাকা পর্যন্ত অ্যামাজন পে (Amazon Pay) রিওয়ার্ড পেতে পারেন ক্রেতারা।