Amazon-এর কামাল! OnePlus হোক বা iPhone, প্রিমিয়াম ফোন কিনতে আর মোটা টাকা খরচ হবেনা

এখনকার সময়ে ভালো পারফরম্যান্স বা ফিচার পেতে অনেকেই প্রিমিয়াম সেগমেন্টের ফোনের দিকে ঝুঁকছেন। সেক্ষেত্রে আপনিও যদি দীর্ঘ...
Anwesha Nandi 14 Jan 2024 4:29 PM IST

এখনকার সময়ে ভালো পারফরম্যান্স বা ফিচার পেতে অনেকেই প্রিমিয়াম সেগমেন্টের ফোনের দিকে ঝুঁকছেন। সেক্ষেত্রে আপনিও যদি দীর্ঘ সময় ধরে আইফোন বা কোনো ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পরিকল্পনায় থাকেন, তাও আবার টাকা বাঁচিয়ে – তাহলে চলতি Amazon Great Republic Day Sale-এর কিছু অফার মিস করা একদমই ঠিক হবেনা। আসলে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই সেল ১৮ই জানুয়ারী পর্যন্ত চলবে, আর এখানে আপনি বিভিন্ন ক্যাটেগরির হ্যান্ডসেট ডিসকাউন্টে পেয়ে যাবেন। যেমন বাজারের জনপ্রিয় দুটি ডিভাইস OnePlus 11 5G এবং iPhone 13, Amazon Great Republic Day Sale-এ বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। আপনি ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি আকর্ষণীয় ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা কাজে লাগাতে পারবেন। চলুন, দেখে নিই Amazon উল্লিখিত দুটি ফোনে ঠিক কী অফার দিচ্ছে।

Amazon Sale-এর দ্বিতীয় দিনে সস্তায় কিনে নিন এই দুটি প্রিমিয়াম ফোন

  • OnePlus 11 5G: বর্তমানে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের এই ফোনটি ৫৬,৯৯৯ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে কোম্পানি ৪,০০০ টাকার কুপন ডিসকাউন্ট দিচ্ছে, যেখানে ব্যাঙ্ক অফারে আপনি এটি আরও ৩,২৫০ টাকা পর্যন্ত সস্তায় পেতে পারেন। এছাড়া পুরোনো ফোনের বদলে মিলবে ৫২,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও (শর্তাবলি প্রযোজ্য)।

ফ্ল্যাগশিপ সেগমেন্টের এই ওয়ানপ্লাস ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি কিউএইচডি ২কে (2K) অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, ১০০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ (Hasselblad কোম্পানি নির্মিত) রয়েছে। এছাড়াও স্মার্টফোনটি ডলবি অ্যাটমোস (Dolby Atmos) এবং ডলবি ভিশন এইচডিআর (Dolby Vision HDR) প্রযুক্তি বহন করবে।

  • Apple iPhone 13: সেলে এর প্রোডাক্ট রেড সংস্করণটি (১২৮ জিবি স্টোরেজ) ৪৯,৯৯৯ টাকায় উপলব্ধ হয়েছে। এর সাথে ৭৫০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ৪৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস (শর্তাবলি প্রযোজ্য) কাজে লাগানো যাবে।

এই আইফোনে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.১ ইঞ্চি ফুল-এইচডি+ সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, এ১৫ বায়োনিক (A15 Bionic) প্রসেসর, ৩,২৪০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি, ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

Show Full Article
Next Story