মাত্র ১৫ হাজার টাকায় Samsung-এর ৭৫ হাজারি প্রিমিয়াম স্মার্টফোন! অবিশ্বাস্য অফার দিচ্ছে Amazon
এই উৎসবের মরসুমে বিভিন্ন প্রোডাক্টের ওপরই অফার পাওয়া যাচ্ছে। যারা বাড়ি বসে কেনাকাটা করছেন, তারা যে কম সুবিধা পাচ্ছেন তা...এই উৎসবের মরসুমে বিভিন্ন প্রোডাক্টের ওপরই অফার পাওয়া যাচ্ছে। যারা বাড়ি বসে কেনাকাটা করছেন, তারা যে কম সুবিধা পাচ্ছেন তা নয়; কারণ বিভিন্ন কোম্পানি এবং অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিও স্মার্টফোন, টিভি, ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে শুরু করে হরেক রকম প্রয়োজনীয় জিনিসে আকর্ষণীয় ডিল অফার করছে। সেক্ষেত্রে আপনি যদি Samsung ব্র্যান্ডের অনুরাগী হন এবং এই মুহূর্তে জনপ্রিয় ব্র্যান্ডটির প্রিমিয়াম ফোন কম দামে কিনতে চান তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। আসলে চলতি Amazon Great Indian Festival সেলে Samsung Galaxy S20 FE 5G স্মার্টফোনটি সম্পূর্ণ ৬০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। তবে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার ইত্যাদি সুবিধাজনক স্কিমের দরুন আপনারা এটি ১৫,০০০ টাকার কমে পেয়ে যেতে পারেন। আসুন, এখন Amazon Great Indian Festival সেলে লাইভ থাকা Samsung Galaxy S20 FE 5G-এর অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিই…
Samsung Galaxy S20 FE 5G-এ বিশাল ডিসকাউন্ট দিচ্ছে Amazon Great Indian Festival
স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪,৯৯৯ টাকা। তবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে এটি মাত্র ২৯,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ ঠিকই পড়েছেন, এই ফোনটিতে পুরো ৬০% ডিসকাউন্ট দিচ্ছে অ্যামাজন। তবে এখানেই শেষ নয়, এই ফোনের সাথে পুরনো স্মার্টফোন বদল করলে ১৩,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও (শর্তাবলী প্রযোজ্য) মিলছে।
এছাড়া যদি কেউ অ্যামাজন আইসিআইসিআই ক্রেডিট কার্ড এবং অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্যালাক্সি এস২০ এফই কেনেন, তাহলে তারা নির্দিষ্ট ক্যাশব্যাক এবং ১,৭৫০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। সবমিলিয়ে এই দুর্দান্ত ফোনটি পকেটস্থ করা যেতে পারে ১৫,০০০ টাকারও কমে।
Samsung Galaxy S20 FE-এর স্পেসিফিকেশন
প্রথমেই বলে রাখি যে, স্যামসাংয়ের গ্যালাক্সি এস২০ এফই এক বছরের পুরনো স্মার্টফোন হলেও এটি কিনলে তিন বছরের সফ্টওয়্যার আপডেট পাওয়া যাবে। ফিচার বলতে এতে মিলবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। অন্যদিকে এটি স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি বহন করবে। এর সাথে ফটোগ্রাফির জন্য থাকবে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।