Samsung ফোনে ধামাকা ডিল, ১৯ জুন পর্যন্ত সস্তায় কিনুন Samsung Galaxy M04, Galaxy M14 5G ও A34 5G

আপনি যদি Samsung -এর ‘লয়াল কাস্টম’ হয়ে থাকেন বা নির্দিষ্টভাবে এই ব্র্যান্ডটিরই স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর! জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon তাদের…

আপনি যদি Samsung -এর ‘লয়াল কাস্টম’ হয়ে থাকেন বা নির্দিষ্টভাবে এই ব্র্যান্ডটিরই স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর! জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon তাদের প্ল্যাটফর্মে চলমান ‘Smartphone Bonanza Sale’ -এ Samsung ব্র্যান্ডের বিভিন্ন সেগমেন্টের হ্যান্ডসেটের সাথে বাম্পার ডিসকাউন্ট এবং নানাবিধ আকর্ষণীয় অফার দিচ্ছে। যার দরুন আলোচ্য সংস্থার লঞ্চ করা স্মার্টফোনগুলিকে আপনি এমআরপি (MRP) -এর তুলনায় অনেকটাই কম দামে কিনে নিতে পারবেন। শুধু তাই নয়, নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ বোনাস বিকল্পের সুবিধাও পেয়ে যাবেন আপনি। এছাড়া Amazon আয়োজিত এই সেলে তালিকাভুক্ত কয়েকটি নির্বাচিত Samsung ডিভাইসের সাথে অতিরিক্ত কুপন ছাড়ও দেওয়া হচ্ছে। এই সেল আগামী ১৯শে জুন পর্যন্ত লাইভ থাকবে। এই প্রতিবেদনে Amazon Smartphone Bonanza Sale -এ Samsung স্মার্টফোনের সাথে উপলব্ধ কয়েকটি সেরা ডিল সম্পর্কে জানানো হল।

Amazon Smartphone Bonanza Sale -এ অফারের সাথে উপলব্ধ Samsung স্মার্টফোনের তালিকা

Samsung Galaxy M04

স্যামসাং গ্যালাক্সি এম০৪ স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১১,৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজন স্মার্টফোন বোনাঞ্জা সেলে এটিকে ফ্লাট ৩৯% ছাড়ের সাথে মাত্র ৭,২৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে ব্যাঙ্ক অফারের ফায়দা তুলতে পারলে ফোনটির দাম আরও কমানো যাবে। আর পুরোনো মোবাইল আপগ্রেড করে এই স্মার্টফোনটি কিনলে ৬,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা উপলব্ধ থাকছে। এটিকে মাত্র ৩২৮.৬৬ টাকা প্রাথমিক নো-কস্ট ইএমআই প্রদান করেও কেনা সম্ভব। ফিচারের কথা বললে, গ্যালাক্সি এম-সিরিজের এই হ্যান্ডসেটে ১৩ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর বিদ্যমান।

Samsung Galaxy M14 5G

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি স্মার্টফোনকে ১৭,৯৯০ টাকা এমআরপি (MRP) সহ লঞ্চ করা হয়েছিল। কিন্তু সেলে উপলব্ধ ৪,০০০ টাকার ছাড়ের পরে এটিকে ১৩,৯৯০ টাকায় কিনে নিতে পারবেন আপনি। এই ফোনের সাথে ৫০০ টাকার কুপন ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। এছাড়া – ১,৭৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক কার্ড অফার, সর্বোচ্চ ১৩,১৫০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং নো-কস্ট ইএমআই বিকল্পের অধীনেও স্যামসাংয়ের এই স্মার্টফোনকে কেনা যাবে। ফিচার হিসাবে আলোচ্য ৫জি স্মার্টফোনে – ৪ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ, অক্টা-কোর প্রসেসর এবং ৫০-মেগাপিক্সেল মুখ্য সেন্সর যুক্তি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

Samsung Galaxy A34 5G

স্যামসাংয়ের গ্যালাক্সি এ-সিরিজের এই ৫জি হ্যান্ডসেটকে অ্যামাজন স্মার্টফোন বোনাঞ্জা সেলে ১৩% ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে। যারপর আপনি এটিকে ৩৫,৪৯৯ টাকার পরিবর্তে মাত্র ৩০,৯৯৯ টাকায় কিনে নিতে পারবেন। এই অফার ফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের সাথে প্রযোজ্য থাকছে।

অতিরিক্তভাবে আপনি, উক্ত মডেলের সাথে ৩,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ২২,৮০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন। এছাড়া কিস্তিতে টাকা শোধ করতে চাইলে মাসিক ১,৪৮১ টাকা প্রাথমিক ইএমআই বিকল্প উপলব্ধ থাকছে। ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি স্মার্টফোনে – ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৩৪০ পিক্সেল) sAMOLED ডিসপ্লে, অক্টা-কোর প্রসেসর, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। এছাড়া ছবি তোলার জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (৪৮+৮+৫ মেগাপিক্সেল) এবং ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলব।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন