Amazon-এর সপ্তাহ সেরা অফার, 6,000 টাকায় পাবেন 12GB র‍্যামের ফোন, ছাড় আছে Poco, Samsung-এও

আপনার যদি এখন হঠাৎ কম দামে একটি নতুন মোবাইল ফোন কেনার প্রয়োজন থাকে, তাহলে কোনোমতেই Amazon India-র 'টপ ডিলস অফ দ্য উইক'...
Anwesha Nandi 11 Jun 2024 5:07 PM IST

আপনার যদি এখন হঠাৎ কম দামে একটি নতুন মোবাইল ফোন কেনার প্রয়োজন থাকে, তাহলে কোনোমতেই Amazon India-র 'টপ ডিলস অফ দ্য উইক' (Top Deals of The Week) বা সপ্তাহের সেরা অফারগুলি মিস করবেননা। আসলে বর্তমানে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি ১০ হাজার টাকার কমে Poco, Samsung-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরার মতো শক্তিশালী ফিচারওয়ালা স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে। এক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার কাজে লাগিয়ে ৬ হাজার টাকা বা তারও কমে একটি ফোন কিনতে পারবেন। চলুন তবে, দেখে নিই Amazon-এর এই মুহূর্তের সেরা স্মার্টফোন ডিলগুলি।

১০,০০০ টাকা বাজেটের এই ফোনগুলিতে সাপ্তাহিক অফার দিচ্ছে Amazon

১. itel A70: অ্যামাজনে ৪ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের এই ফোন ৬,৭৯৯ টাকায় তালিকাভুক্ত। ব্যাঙ্ক অফারে এর দাম আরও ৭০০ টাকা কমানো যাবে, একইভাবে এক্সচেঞ্জ অফারে মিলবে ৬,৪৫০ টাকা পর্যন্ত সাশ্রয়ের বিকল্প।

এটি নেক্সট জেন ফিউচারিস্টিক ডিজাইন ও ডায়নামিক বারের সাথে ৬০ হার্টজ ৬.৫৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর টি৬০৩ প্রসেসর, ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার মতো ফিচারের সাথে আসে।

২. Poco M6 5G: এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনের অফারে এখন ৮,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ২৫০ টাকার কুপন ডিসকাউন্ট কাজে লাগানো যেতে পারে।

এতে গরিলা গ্লাস ৩ প্রোটেকশনের সাথে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৪ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বর্তমান।

৩. Samsung Galaxy M14 5G: ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজযুক্ত এই ফোনটি বর্তমানে অ্যামাজনে ৯,৪৯০ টাকায় তালিকাভুক্ত। সাথে আছে ৪৭৫ টাকার ক্যাশব্যাক এবং ৯,০০০ টাকার এক্সচেঞ্জ অফারের সুবিধা।

ফিচার বলতে স্মার্টফোনটিতে আছে ৬.৬ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে, এক্সিনস ১৩৩০ প্রসেসর, ৬ জিবি পর্যন্ত র‍্যাম, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৬,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম।

Show Full Article
Next Story