Ambrane Dots Muse ওয়্যারলেস ইয়ারফোন ভারতে লঞ্চ হল, একটানা চলবে ২৩ ঘন্টা

ভারতের ইয়ারফোনের বাজার ধরতে উঠে পড়ে লেগেছে দেশীয় সংস্থা Ambrane। গত বছরের অক্টোবর মাসেই লঞ্চ হয়েছিল জল প্রতিরোধী...
techgup 20 Jan 2022 11:35 AM IST

ভারতের ইয়ারফোনের বাজার ধরতে উঠে পড়ে লেগেছে দেশীয় সংস্থা Ambrane। গত বছরের অক্টোবর মাসেই লঞ্চ হয়েছিল জল প্রতিরোধী ক্ষমতাসম্পন্ন সংস্থার ওয়্যারলেস ইয়ারফোন, Ambrane Dots Slay। এবার সংস্থাটি তাদের ইয়ারফোনের পোর্টফোলিওকে আরো সম্প্রসারিত করতে ভারতে লঞ্চ করল নতুন ইয়ারফোন, যার নাম Ambrane Dots Muse। নতুন এই ইয়ারফোনটি বুস্টার ড্রাইভার ও ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। সংস্থার দাবি, এটি ২৩ ঘন্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে সক্ষম। চলুন Ambrane Dots Muse ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Ambrane Dots Muse ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতে অ্যামব্রেন ডটস মিউজ ট্রু ওয়্যারলেস ইয়ারফোনটির দাম রাখা হয়েছে ১,৯৯৯ টাকা। এক বছরের ওয়ারেন্টি সহ ই-কমার্স সাইট ফ্লিপকার্ট , টাটা ক্লিক এবং অন্যান্য রিটেল স্টোর থেকে কেনা যাবে ইয়ারফোনটি।

Ambrane Dots Muse ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের স্পেসিফিকেশন

নবাগত অ্যামব্রেন ডটস মিউজ ট্রু ওয়্যারলেস ইয়ারফোনটি ১০ এমএম ড্রাইভারের সাথে এসেছে, যা শক্তিশালী বেস উৎপন্ন করতে সক্ষম। ক্লাসিক স্টাইলের কম্প্যাক্ট ডিজাইনের এই ইয়ারফোনে রয়েছে উন্নত প্রযুক্তির মাইক্রোফোন, যার মাধ্যমে কোনো রকম সমস্যা ছাড়াই স্বচ্ছতার সাথে কথোপকথন চালিয়ে যাওয়া যাবে।

সহজ কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ব্লুটুথ ভি ৫.১, ফলে ১০ মিটার দূর পর্যন্ত যেকোনো ডিভাইসের সাথে এটিকে যুক্ত করা সম্ভব। শুধু তাই নয়, ভয়েস কমান্ডের মাধ্যমে ইয়ারফোনটিকে চালনা করার জন্য এটি গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। সংস্থার দাবি, ইয়ারফোনটি একবার চার্জে ২৩ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম অফার করবে।

Show Full Article
Next Story
Share it