Ambrane Dots Play: কম বাজেটে গেমারদের জন্য উপযুক্ত ইয়ারফোন ‌ভারতে লঞ্চ হল

ভারতীয় মোবাইল অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী সংস্থা Ambrane বাজারে নিয়ে আসলো তাদের লেটেস্ট ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড,...
techgup 30 April 2022 11:53 PM IST

ভারতীয় মোবাইল অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী সংস্থা Ambrane বাজারে নিয়ে আসলো তাদের লেটেস্ট ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম Dots Play। গেমারদের লক্ষ্য করে তৈরি এই ইয়ারফোনটি আল্ট্রা লো ল্যাটেন্সি রেট এবং হায়ার অ্যাকিউরেসির সাথে উন্নত গেমিং এক্সপিরিয়েন্সের অফার করবে। এছাড়া এতে রয়েছে প্যাসিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার। দ্রুত সংযোগের জন্য ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.১। চলুন Ambrane Dots Play ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক

Ambrane Dots Play ইয়ারবাডের দাম ও লভ্যতা

ভারতে নতুন অ্যামব্রেন ডটস প্লে ইয়ারফোনের দাম রেখেছে ১,৯৯৯ টাকা। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রেতারা কিনতে পারবেন ইয়ারফোনটি।

Ambrane Dots Play ইয়ারবাডের ফঁস্পেসিফিকেশন ও ফিচার

প্রিমিয়াম লুক দেওয়ার জন্য নতুন অ্যামব্রেন ডটস প্লে ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনটি ব্ল্যাক ম্যাট ফিনিশের স্টেম লাইক বডি এবং এলইডি লাইটের সহ এসেছে। সাথে রয়েছে সিলিকনের ইয়ার টিপ। ফলে দীর্ঘক্ষণ ব্যবহার করে থাকলেও ব্যবহারকারীর কোনো অসুবিধা হবে না । এছাড়া সহজে ইয়ারফোনটিকে চালনা করার জন্য এতে টাচ কন্ট্রোল সাপোর্ট করবে। তাই ব্যবহারকারী শুধুমাত্র ফিঙ্গার ট্যাপ করে যেকোনো ধরনের কল এবং মিউজিক নিয়ন্ত্রণ করতে পারবেন। আবার এটি পোর্টেবল সাইজের হওয়ায় সহজেই পকেটের মধ্যে ঢুকে যাবে। ফলে গেমিং এবং প্রতিদিনের ব্যবহারের জন্য এটি যথোপযুক্ত।

উল্লেখ্য, নয়া ইয়ারফোনটি ১৩ এমএম ড্রাইভার যুক্ত, যা প্রতিযোগিতামূলক গেমিং পরিস্থিতিতে একটি ভারসাম্যপূর্ণ গেমিং সাউন্ড সিগনেচার বজায় রেখে উন্নত বেস এবং ক্রিস্পি সাউন্ড উৎপন্ন করবে। তদুপরি এতে আল্ট্রা লো ল্যাটেন্সি গেমিং মোড উপলব্ধ।

শুধু তাই নয়, এতে মিউজিক মোডও উপস্থিত। তাছাড়া ইয়ারফোনটি খুব কম ব্যাটারি খরচেই ব্লুটুথ ৫.১ টেকনোলজি সাপোর্ট করবে। এমনকি খুব ব্যস্ততম অঞ্চলেও পরিষ্কার আওয়াজ শোনার জন্য এটি প্যাসিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারের সাথে এসেছে। এর জন্য এতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ও উন্নততর অ্যালগরিদম। সর্বোপরি, Ambrane Dots Play ইয়ারবাড একবার চার্জে ১৯ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি।

Show Full Article
Next Story