Android 14: আইফোনের সুবিধা অ্যান্ড্রয়েডে! এই বিশেষ ফিচার আপনাকে রাখবে চিন্তামুক্ত

গুগল (Google) এর আসন্ন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৪ (Android 14) বেশ কিছু নতুন ফিচারের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রাইভেসি ও সিকিউরিটি ড্যাশবোর্ড…

গুগল (Google) এর আসন্ন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৪ (Android 14) বেশ কিছু নতুন ফিচারের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রাইভেসি ও সিকিউরিটি ড্যাশবোর্ড আরও উন্নত করা হবে। পাশাপাশি এক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গবেষক জানিয়েছেন যে, নতুন সফ্টওয়্যার সংস্করণে একটি নতুন ব্যাটারিম্যানেজার এপিআই (BatteryManager API) দেওয়া হয়েছে, যার সাহায্যে ইউজাররা স্মার্টফোনের ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন। এই ফাংশনটি অনেকগুলি প্রয়োজনীয় ফিচার ও অভ্যন্তরীণ তথ্য অফার করবে।

Android 14 ফোন ব্যাটারি হেলথ চেকিং ফিচার সহ এসেছে

এসপার (Esper.io)-এর অ্যান্ড্রয়েড গবেষক মিশাল রহমান বেশ কয়েকটি টুইটে জানিয়েছেন যে, অ্যান্ড্রয়েড ১৪-এর সাথে নতুন কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) রোল আউট করা হবে, যেগুলি সাইকেল কাউন্ট, চার্জিং স্ট্যাটাস, ম্যানুফ্যাকচারিংয়ের তারিখ, প্রথম ব্যবহারের তারিখ, চার্জিং পলিসি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ব্যাটারি স্বাস্থ্যের অবস্থার মতো জরুরি তথ্য সরবরাহ করবে। এই মুহূর্তে, নতুন ব্যাটারিম্যানেজার এপিআই শুধুমাত্র গুগলের পিক্সেল স্মার্টফোনে পাওয়া যাবে, যেগুলি বর্তমানে অ্যান্ড্রয়েড ১৪ বিটা ২ ভার্সন বা তার ওপরের সংস্করণে চলছে।

জানিয়ে রাখি, এই এপিআই (API) প্রকাশের সাথে সাথে, একাধিক ডেভলপার ইতিমধ্যেই এমন অ্যাপ তৈরি করতে শুরু করেছেন, যা ইউজারদের তাদের ডিভাইসের ব্যাটারি হেল্থ পরীক্ষা করতে দেয়। ন্যারেকটর নামের এক ডেভলপার, ব্যাট (Batt) নামে একটি ওপেন সোর্স ব্যাটারি হেলথ অ্যাপ লঞ্চ করেছেন। এটি ব্যবহারকারীদের ব্যাটারির স্বাস্থ্য পরিসংখ্যান প্রদান করে। তবে, এই অ্যাপে প্রদত্ত ব্যাটারি স্বাস্থ্যের ডেটা সম্পূর্ণরূপে সঠিক নাও হতে পারে। অ্যাপটি এপিআই দ্বারা প্রদত্ত ডেটা ব্যবহার করে, যা নিজেই হার্ডওয়্যারে উপস্থিত ট্র্যাকার থেকে আসা তথ্যের ওপর নির্ভর করে।

ব্যাটারি স্বাস্থ্য পরিসংখ্যান বৈশিষ্ট্যটি স্মার্টফোন ব্যবহারকারীদের বহুদিনের চাহিদার মধ্যে ছিল। অ্যাপল (Apple) ২০১৮ সালের মার্চ মাসে আইওএস ১১.৩ (iOS 11.3) সফ্টওয়্যার সংস্করণটির সাথে তাদের স্মার্টফোনগুলির জন্য ব্যাটারি হেল্থ ফিচারটি লঞ্চ করে। এই বৈশিষ্ট্যটি আইফোন ব্যবহারকারীদের তাদের ডিভাইসের ব্যাটারির স্বাস্থ্য এবং কার্যকারিতা পরীক্ষা করার অনুমতি দেয় এবং ব্যাটারির সর্বোচ্চ ক্যাপাসিটি এবং সর্বোচ্চ পারফরম্যান্সের ক্ষমতা সম্পর্কে তথ্য প্রদান করে।

তবে, বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এইরকম কোনও ফিচার উপলব্ধ নেই। অ্যান্ড্রয়েড ১৪-এর লঞ্চের সাথে অবশেষে এই ব্যাটারি ম্যানেজার এপিআই অ্যাক্সেস করতে পারবেন অ্যান্ড্রয়েড ইউজাররা। অনুমান করা হচ্ছে, গুগল বর্তমান ফ্রেমওয়ার্ক ব্যবহার করে তাদের নিজস্ব ব্যাটারি হেল্থ ফিচারটি লঞ্চ করবে। যদিও, গুগল অ্যান্ড্রয়েড ১৪ থেকে ফিচারটিকে সম্পূর্ণরূপে বাদ দিতে পারে এবং পরে এটিকে অ্যান্ড্রয়েড ১৫-এ যোগ করতে পারে।

উল্লেখ্য, Google প্রথম ২০২৩ সালের ফেব্রুয়ারিতে Android 14 উন্মোচন করেছিল, মে মাসে আয়োজিত গুগল আই/ও ২০২৩ (Google I/O 2023) ইভেন্টের সময় এর আরও ফিচার প্রকাশ করেছিল এবং একই সময়ে Android 14 Beta 2 রিলিজ করে। আর সফ্টওয়্যার কোম্পানিটি আগামী আগস্ট বা সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে এই মোবাইল অপারেটিং সিস্টেমের স্টেবল ভার্সন লঞ্চ করবে বলে মনে হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন